X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চে বাংলাদেশ ভক্ত ‘দুই ভিনদেশি’

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২০ জানুয়ারি ২০১৭, ১২:০৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৬:০৮

ক্রাইস্টচার্চে বাংলাদেশ ভক্ত ‘দুই ভিনদেশি’ বাংলাদেশের রানে রানে করতালিতে উল্লাস প্রকাশ করছিলেন অ্যালাক্স আর আর্থার। আর উইকেটের পতনে স্বজনের কষ্টের প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন উফ,আহ শব্দে! হ্যাগলি ওভাল ক্রিকেট গ্রাউন্ডের মাঠে শুক্রবার সকালে সবার আগে বাংলাদেশ দলের জার্সি পরে এসেছিলেন ভিনদেশি এই অ্যালাক্স আর আর্থার। তাদের সঙ্গে কথায় পাওয়া গেলো চমৎকার এক গল্প। এই দুই ক্রিকেট প্রেমিক বন্ধু বাংলাদেশের খেলাটি দেখতে মেলবোর্ন থেকে ক্রাইস্টচার্চ এসেছেন! আর তাদের এই এতদূর আসার গল্পটা আরও মজার।

গত বিশ্বকাপ ক্রিকেটের সময় মেলবোর্নের এমসিজিতে তারা বাংলাদেশ-ভারতের ম্যাচটি দেখেছেন।  বাংলাদেশের লাখ লাখ ক্রিকেট ভক্তের মতো তারাও মনে করেন মেলবোর্নের সেই ম্যাচে বাংলাদেশের সঙ্গে ভীষণ অন্যায় করা হয়েছে। অন্যায় সিদ্ধান্তে মাঠে বাংলাদেশ দলের মনোবল ভেঙে দেন আম্পায়াররা। এরপর থেকে তারা যেখানে বাংলাদেশের খেলা হয় সেখানেই ছুটে যান। সিডনিতে ভালোবাসার দলের প্রস্তুতির ম্যাচ দুটিও দেখেছেন। ডিসেম্বর-জানুয়ারি মাসের কাজের চাপের কারণে তারা এতদিন বাংলাদেশ দলের অনেক খেলা নিউজিল্যান্ডের মাঠে বসে দেখতে পারেননি। কিন্তু টিভিতে খেলাগুলো দেখেছেন। আর শেষ টেস্ট দেখতে চলে এসেছেন ক্রাইস্টচার্চ।

এই দুই বন্ধু ওয়ানডে, টি-টোয়েন্টির চাইতে পছন্দ করেন টেস্ট ম্যাচ। বললেন, ‘এটিই আসল ক্রিকেট।’ বাংলাদেশ দলের ক্যাপ্টেন মুশফিক, অন্যতম ওপেনার ইমরুল, ওয়ান ডাউনের মমিনুলের চোটের সর্বশেষ অবস্থা জানতে চাইলেন এই দুই ভিক্টোরিয়ান। স্বজনের মতো করে বললেন, ‘তারা খুব ভালো ক্রিকেট খেলছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চোটে পড়লে কী আর করা।’

ক্রাইস্টচার্চে বাংলাদেশ ভক্ত ‘দুই ভিনদেশি’ এই রোদ এই মেঘলা ছায়ার হ্যাগলি ওভাল ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয়েছে নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত’র। আর্থার মনে করিয়ে দেন সিডনির অলিম্পিক পার্কের প্রস্তুতি ম্যাচে সিডনি থান্ডারের বিরুদ্ধে ভালো রান করেছিলেন নুরুল। রুবেল ম্যাচে ফিরে আসায় তারা আনন্দ প্রকাশ করেন। বাংলাদেশ দলের এই দুই বিদেশি ভক্ত বন্ধুর বাংলাদেশ দলের ক্রিকেট নিয়ে এমন খুঁটিনাটি গল্প শুনতে ভালোই লেগেছে। নিজের টি-শার্টের পেছনটা বের করে দেখান অ্যালাক্স। মেইড ইন বাংলাদেশ। বললেন, ‘আমাদের শপিং মলগুলো থেকে বাংলাদেশের এসব পোশাকই আমরা কিনি-পরি। এগুলো আরামদায়ক এবং সস্তা।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?