X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রবিবার দুই দলেরই প্রতিপক্ষ বৃষ্টি!

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২১ জানুয়ারি ২০১৭, ১৭:৩৮আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৭:৪০

রবিবার দুই দলেরই প্রতিপক্ষ বৃষ্টি! রবিবার ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন। বাংলাদেশ-নিউজিল্যান্ড দু’দলের চোখই এখন এই টেস্টের তৃতীয় দিনে। শনিবার ম্যাচ শেষে উভয় দলের পক্ষেই এটা বলা হয়েছে। বাংলাদেশের তাসকিন আহমেদ বলেছেন, ‘রবিবার সকালে আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষের তিনটা উইকেট ঝটপট তুলে নেওয়া। এরপর বাংলাদেশের ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলতে হবে।’

আর কিউই দলের টম ল্যাথাম বলেছেন, ‘আমাদের লক্ষ্য রবিবার সকাল থেকে ইনিংসটা যতটা সম্ভব আরও লম্বা করা। সেখান থেকে আমাদের নতুন ছন্দে এগিয়ে যেতে হবে।’ ওয়েলিংটন টেস্টে পিছিয়ে থেকে এগিয়ে গিয়ে জয় করায়্ত্ব করার কথা উল্লেখ করেন ল্যাথাম। তাই দুই পক্ষের লক্ষ্য রবিবার দিনটাকে ঘিরে। কিন্তু ক্রাইস্টচার্চের যে আবহাওয়া তাই এখানে রবিবার সকালে যে সময়মতো খেলা শুরু হতে পারবে তা স্থানীয়রা মনে করেন না! কারণ আবহাওয়ার পূর্বাভাসে এখানে সারাদিন বৃষ্টি থাকবে।

শনিবার বৃষ্টি আর আলোর স্বল্পতার কারণে এখানে খেলা আগেভাগে বন্ধ করতে হয়েছে। আলোর স্বল্পতার কারণে শুক্রবারও এখানে পুরো সময় খেলা হয়নি। শুক্রবার ৬ ওভার, শনিবার ৭ ওভার কম খেলা হয়েছে। এই বকেয়া খেলার ব্যবস্থা করতে রবিবার খেলা শুরুর সময় দেওয়া হয়েছে সকাল ১০ টা ৩৭ মিনিটে। কিন্তু সময়মতো খেলা শুরু হবে এমন নিশ্চয়তা কারও কাছেই নেই। শনিবার দিনের কাজের শেষে প্রেস বক্স থেকে বেরিয়ে যাওয়ার সময় দু’জন কিউই সাংবাদিক বলে যান আবহাওয়ার অবস্থা দেখে কাল মাঠে আসবেন। শনিবার রাতে এ লেখা যখন লিখছি তখনও বৃষ্টি হচ্ছিল ক্রাইস্টচার্চে। পূর্বাভাসে এমন রবিবার সারাদিনই বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনার কথা।

এদেশের বৃষ্টি আবার ধারাবাহিক অবিরাম ঝরার অভ্যাস কম। এই বৃষ্টি শুরু হলো, কিছুক্ষণ পরে দেখা গেল আর বৃষ্টি নেই। এরপর মাঠ শুকানোর কাজ চলতে চলতে আবার বৃষ্টি। এরজন্যে রবিবার বৃষ্টির ফাঁকে ফাঁকে খেলার চেষ্টা হতে পারে। আবার এখানে আবহাওয়ার পূর্বাভাসও ক্ষণে ক্ষণে বদলায়। যেমন শুক্রবারের পূর্বাভাসে মেঘলা আবহাওয়ার কথা বলা ছিল। বৃষ্টির কথা ছিল না। অথচ বৃষ্টির কারণে আলোর স্বল্পতার কারণে দিনের খেলা আগেভাগে শেষ করতে হয়েছে। আবার রবিবার সকাল আসতে আসতে পূর্বাভাস পাল্টাতেও পারে। এরজন্যেও বলা হয় এটি থ্রি ডব্লিউর দেশ। ওয়েদার, ওয়েলথ, ওয়াইন অথবা ওম্যান এসবের কোনও ঠিকানা নেই। শনিবার আবার একজন যোগ করে বলেন, ‘আরেকটি বিষয়ের ঠিক-ঠিকানা নেই! তাহলো উইকেট! নতুবা সাকিব এভাবে যে শেষ বিকালে তিন উইকেট নিয়ে নেবে তা কি বাংলাদেশ-নিউজিল্যান্ড কোনও পক্ষ জানতো।’

বৃষ্টির কারণে বাংলাদেশ আবার শনিবার আরেক শাস্তি থেকে বাঁচা বেঁচেছে! তাহলো স্লো ওভার রেটের শাস্তি! বাংলাদেশের ধীরগতির খেলার জন্যে ১২ ওভার খেলা কম হয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়াতে সে হিসাবটি হয়তো ম্যাচ আম্পায়াররা করার সময় আর পাননি।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!