X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বোলারদের দাপটেই ম্যাচে ফেরত

গাজী আশরাফ হোসেন লিপু
২১ জানুয়ারি ২০১৭, ১৮:১৫আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১১:৩৪

গাজী আশরাফ হোসেন লিপু পেস ও স্পিন মিলিয়ে চমৎকার একটি সম্মিলিত আক্রমণ রচনা করেছে বাংলাদেশ দল এবং দিন শেষে চাপের মুখেই মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড। কন্ডিশন ও পিচের থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে আমাদের পেসারদের ধারাবাহিকভাবে ভালো বল করে বিদেশের মাটিতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর এত ভালোভাবে নিয়ন্ত্রণ নিতে এর আগে কবে দেখেছি মনে করতে পারছি না। প্রথম টেস্ট থেকে অনেক ভালো জায়গায় বল করে তাসকিন- কামরুল আরও কার্যকর ও থ্রেট বোলার হিসেবে নিজেদের উপস্থাপনা করেছেন এখানে। এই টেস্টে সুযোগ পাওয়া রুবেলও তার লাইন ও গতি দিয়ে প্রতিপক্ষের সমীহ আদায় করে নিয়েছেন।

কামরুল হাসান শুরুতেই প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন দুই উইকেট তুলে নিয়ে। প্রয়োজনের সময় তাসকিন ও মেহেদী দিয়েছেন গুরুত্বপূর্ণ এক ব্রেক থ্রু। দিনের শেষ অংশে সাকিব তিন উইকেট নিয়ে খেলায় বাংলাদেশকে ভালোভাবে ফিরিয়ে এনেছেন।

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বল ছাড়ার কৌশল আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে প্রতিকূল অবস্থায় ল্যাথামের ব্যাটিং কৌশল দৃষ্টি কেড়েছে। তামিমের ফিল্ড প্লেসিং ভালোই ছিল। তবে এমন পেস বোলিং সহায়ক উইকেটে তার পেস বোলারদের ওপর আস্থা রাখা উচিত ছিল। আজকে পেসারদের চমৎকার স্পেল দলনায়ক ও কোচের চোখ খুলে দেবে বলে বিশ্বাস করি।

বৃষ্টি ব্যাঘাত না ঘটালে দ্বিতীয় দিনেই আমাদের ব্যাট করার একটা সুযোগ তৈরি হতে পারতো। এখন তৃতীয় দিনের শুরুতেই অথবা প্রয়োজন হলে দ্বিতীয় নতুন বলেই দ্রুত সমাপ্তি টানা উচিত হবে।

দ্বিতীয় দিনে সুন্দর জায়গায় পেসাররা বল করেছে। তৃতীয় দিনে সেটা অব্যাহত রাখতে পারলে চমৎকার একটি সম্ভাবনা তৈরি হবে এই টেস্ট ম্যাচ থেকে জয়ের একটা মঞ্চ তৈরি করার। এই টেস্ট ম্যাচে যে, বোলাররা চালকের আসনে থাকবে তা বোঝা যাচ্ছে। তবে প্রত্যাশা থাকবে দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানদের কাছে তারা যেন প্রথম ইনিংসের চেয়েও সফল হওয়ার চ্যালেঞ্জকে নিজেদের দিকে নিজেরাই ছুড়ে দেন।

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী