X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আর্সেনাল জিতলেও হেরে গেছে লিস্টার

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৭, ২৩:১২আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২৩:২৩

আর্সেনালের জয়ের নায়ক আলেক্সিস সানচেস ইনজুরি টাইমেই যেন জমে ছিল ম্যাচের সব উত্তেজনা। তা নয়তো কী! এমিরেটস স্টেডিয়ামে ১০ জনের আসের্নাল জয় পেয়েছে ইনজুরি টাইমের নাটকীয়তায়। আলেক্সিস সানচেসের পেনাল্টি গোলে বার্নালির বিপক্ষে গানাররা পেয়েছে ২-১ ব্যবধানের জয়।

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে এমিরেটস স্টেডিয়াম দেখেছে দুটি পেনাল্টি। প্রথমে পায় বার্নালির, আর পরে স্বাগতিক আর্সেনাল। উত্তেজনা ছড়ানো ম্যাচটির ইনজুরি টাইম গড়ায় তাই ৯ মিনিট পর্যন্ত। তার আগে ৬৫ মিনিটে গ্র্যান্ট শাকা সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে গানাররা পরিণত হয় ১০ জনের দলে।

তার আগেই অবশ্য এক গোলের লিড নিয়েছিল আর্সেনাল শ্রুকদ্রান মুস্তাফির লক্ষ্যভেদে। ৫৯ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে গোল করেন এই জার্মান ডিফেন্ডার। খানিক পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শাকা। একজন খেলোয়াড় কম নিয়ে বাকি সময়টা দারুণভাবে সামাল দেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে অবশ্য লিডটা আর ধরে রাখতে পারেনি তারা। গানারস মিডফিল্ডার ফ্রান্সিস কোকুয়েলিন বক্সের ভেতর বাজেভাবে ফাউল করলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। সুবর্ণ এই সুযোগ নষ্ট করেননি আন্দ্রে গ্রে। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে তিনি বার্নালিকে ফেরান সমতায়।

এখানেই শেষ নয়, ম্যাচের আরও নাটকীয় মুহূর্ত ছিল বাকি। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে পেনাল্টি পায় আবার আর্সেনাল। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নিয়ে সানচেস নিশ্চিত করেন আর্সেনালের জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেন ওয়েঙ্গারের দল। ২২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৭।

লিস্টার হেরে গেছে সাউদাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগে হারের বৃত্ত ভাঙতে পারল না লিস্টার সিটি। এবার সাউদাম্পটনের মাঠ থেকে ০-৩ গোলে হেরে ফিরেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ২৬ মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায় জেমস ওয়ার্ড-প্রাউসের লক্ষ্যভেদে। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জয় রোদ্রিগেস, আর শেষ বাঁশি বাজার মিনিট পাঁচেক আগে লিস্টারের কফিনে শেষ পেরেকটি মারেন দুসান ত্রাদিচ পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো