X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

গ্রিয়েজমানের চোখ জুড়ানো গোলে অ্যাতলেতিকোর রক্ষা

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৭, ২৩:৪৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২৩:৫০

গ্রিয়েজমানে রক্ষা অ্যাতলেতিকো মাদ্রিদের কেন তাকে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা করা হয়, সেটার প্রমাণ আরও একবার দিলেন আন্তোয়ান গ্রিয়েজমান। তার গোলেই যে অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরতে পেরেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

গ্রিয়েজমানের গোলটা ছিল সত্যি দেখার মতো। গোলরক্ষক কেন, বিলবাওয়ের কোনও খেলোয়াড়েরই করার ছিল না কিছু। বক্সের অনেকটা বাইরে থেকে আচমকা এক বুলেট গতির শট আশ্রয় নেয় স্বাগতিকদের জালে। বিলবাও গোলরক্ষক ঝাপিয়েও প্রতিহত করতে পারেননি গ্রিয়েজমানের শট। ফরাসি ফরোয়ার্ডের চোখ জুড়ানো এই গোলেই স্যান মেমিস থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে অ্যাতলেতিকো।

ম্যাচের শুরু ও শেষটা অ্যাতলেতিকোর, আর মাঝের সময়টা বিলবাওয়ের। শ্বাসরুদ্ধকর ম্যাচের শুরুতেই যে লিড নেয় মাদ্রিদের ক্লাবটি। তৃতীয় মিনিটে কোকের গোলে এগিয়ে যায় তারা। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে নেওয়া স্প্যানিশ মিডফিল্ডারের বলে গ্রিয়েজমান পা লাগানোর চেষ্টা করেও হন ব্যর্থ, পা লাগেনি বলেই বিলবাও গোলরক্ষক ইরাইজোজ বোকা বনে যান, আর বল জড়িয়ে যায় জালে।

পিছিয়ে পড়া বিলবাও গোল শোধের জন্য হয়ে উঠে মরিয়া। অনেক চেষ্টার পর অবশেষে সফল হয় তারা ৪২ ‍মিনিটে, যখন ইনিগো লেকুয়ের লক্ষ্যভেদে সমতায় ফেরে স্বাগতিকরা। উইলিয়ামস আর্থারের পাস বক্সের ভেতর ধরে প্রথমে জায়গা তৈরি করেন এই স্প্যানিশ রাইট ব্যাক, এর পর মাপা শটে বল জড়িয়ে দেন জালে। শুধু সমতা নয়, দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে এগিয়ে যায় বিলবাও অস্কার ডি মার্কোসের গোলে। প্রতি আক্রমণ থেকে রাউল গার্সিয়া ক্রস করেছিলেন অ্যাতলেতিকোর বক্সের ভেতর, লাফিয়ে উঠে চমৎকার হেডে তা জালে জড়িয়ে দেন মার্কোস।

পিছিয়ে পড়া অ্যাতলেতিকো ম্যাচে ফেরার চেষ্টা করে যাচ্ছিল খুব, যদিও বিলবাওয়ের কড়া রক্ষণ ভাঙতে পারছিল না কিছুতেই। অবশেষে ত্রাতা হয়ে আরেকবার আবির্ভূত হলেন গ্রিয়েজমান। ফরাসি এই ফরোয়ার্ড রক্ষণ ভাঙলেন তার পায়ের জাদুতে। বক্সের ভেতরে নয়, অনেকটা বাইরে থেকে আচমকা এক শটে ৮০ মিনিটে সমতায় ফেরান মাদ্রিদের ক্লাবটিকে। জয়ের সমান এই ড্রতে ৩৫ পয়েন্ট নিয়ে অবশ্য চতুর্থ স্থানেই থাকল অ্যাতলেতিকোকে।

উত্তেজনা ছড়িয়েছে ওসাসুনা-সেভিয়ার ম্যাচটিও। ৭ গোলের থ্রিলারের ম্যাচটি জিতেছে সেভিয়া ৪-৩ ব্যবধানে। তাতে ১৯ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানটা আরও সুসংহত করেছে তারা। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি
ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ