X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মেসি-সুয়ারেস-নেইমারের গোলে জিতেছে বার্সা

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৭, ০৪:৫০আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১০:০৩

গোল উদযাপন করছেন মেসিরা বার্সেলোনার ক্ষুরধার আক্রমণভাগের তিন তারকা লিওনেল মেসি, লুই সুয়ারেস ও নেইমার বেশ কয়েক ম্যাচ ধরে একই দিনে গোলখরায় ভুগছিলেন। এবার তারা সেই অপ্রাপ্তি ঘোচালেন ‘এমএসএন’ খ্যাত এ আক্রমণভাগ। রবিবার এইবারের বিপক্ষে ৪-০ গোলে তারা তিনজনই গোল করেছেন।
অন্য গোলটিও কিন্তু সুয়ারেসের। তবে তিনি লুই নন, ডেনিস সুয়ারেস। স্প্যানিশ এ সেন্টার মিডফিল্ডারের গোলেই প্রথমে এগিয়ে যায় বার্সা। তার এ গোল হয়েছে মেসি সুযোগ হারানোয়। ৩১ মিনিটে আর্জেন্টাইন তারকার বাঁ পায়ের শট এইবারের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলে বক্সের বাইরে থেকে জোরালে শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ সুয়ারেস। ভিয়ারিয়ালের সাবেক মিডফিল্ডারের গোলে ১-০ তে শেষ হয় প্রথমার্ধ।

শেষ ৪৫ মিনিটে নিজেদের মেলে ধরলেন মেসি-সুয়ারেস-নেইমার। বিরতির পঞ্চম মিনিটে সুয়ারেসের মাপা ক্রসে গোলমুখের খুব কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

উরুগুয়ান স্ট্রাইকার বার্সার তৃতীয় গোলে অবদান রাখেন। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে ৬৮ মিনিটে সুয়ারেস করেন তৃতীয় গোলটি। ইনজুরি সময়ে চতুর্থ গোলটি যোগ করেন নেইমার। অবশ্য এ জয় বেশিক্ষণ ভালো রাখেনি কাতালান জায়ান্টদের। গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সের্হিয়ো বুসকেতস।

হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়ে নিচের দিকের ক্লাব ওসাসুনার বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে সেভিয়া। অধিনায়ক ভিসেন্তে ইবোরার জোড়া গোলে টানা পঞ্চম জয় পেয়েছে হোর্হে সাম্পাওলির শিষ্যরা। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে এক পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে সেভিয়া। আর তিনে থাকা বার্সার সঙ্গে শীর্ষস্থানের ব্যবধান মাত্র দুই পয়েন্টের। যদিও রিয়াল দুই দলের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ