X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আবারও ওয়ার্নারের গলায় অ্যালান বোর্ডার মেডেল

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৭, ১৮:৪৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৯:০২

অ্যালান বোর্ডার মেডেল গলায় ওয়ার্নার গত বছর পুরস্কারটা জিতেছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৭ সালেও অস্ট্রেলিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল গলায় উঠল অস্ট্রেলিয়ান ওপেনারের। একই সঙ্গে ওয়ার্নার হয়েছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ও। আর মিচেল স্টার্ক হয়েছেন বর্ষসেরা টেস্ট খেলোয়াড়।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে সবচেয়ে মর্যাদার পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় অ্যালান বোর্ডার মেডেলকে। ২০০০ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে গোটা বছরে সবচেয়ে ভালো পারফরম করা অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে। অস্ট্রেলিয়ার খেলোয়াড়, আম্পায়ার ও সাংবাদিকদের ভোটে ২০১৭ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়ার্নার। গত বছরও পদকটা জিতেছিলেন এই ব্যাটসম্যান।

স্বপ্নের মতো একটা বছরই পার করেছেন ওয়ার্নার। তিন ফরম্যাট (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) মিলিয়ে যা তাকে এনে দিয়েছে সম্মাননাটি। পুরস্কারটি জেতার পথে ২৬৯ ভোট পাওয়া ওয়ার্নার পেছনে ফেলেছেন তার অধিনায়ক স্টিভেন স্মিথ (২৪৮) ও পেসার মিচেল স্টার্ককে (১৯৭)। টেস্টে অবশ্য খুব ভালো সময় কাটেনি তার ভোট দেওয়ার সময়টাতে। ভোটের আওতায় থাকা সময়ে প্রায় এক বছর সেঞ্চুরিহীনভাবে কাটিয়েছেন তিনি। দেশের বাইরে তার অবস্থা তো ছিল আরও শোচনীয়, অস্ট্রেলিয়ার বাইরে খেলা পাঁচ টেস্টে ৭০-এর ঘরে নিয়ে যেতে পারেননি কোনও ইনিংস! যদিও টেস্টের ব্যর্থতা ঘুচিয়ে দিয়েছেন ওয়ার্নার ওয়ানডে দিয়ে। এতটাই যে নতুন এক কীর্তিও গড়েছেন তিনি। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই বছরের ৭ জানুয়ারি পর্যন্ত ওয়ার্নার ৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরি করেছেন সাতটি। যা এক পঞ্জিকাবর্ষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ। এর আগের ২০০৩ সালে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করেছিলেন রিকি পন্টিং। স্বাভাবিকভাবেই তাই অ্যালান বোর্ডার মেডেলের সঙ্গে ওয়ার্নার জিতেছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কারটাও।

বর্ষসেরা টেস্ট খেলোয়াড় মিচেল স্টার্ক এ নিয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে ওয়ার্নার দ্বিতীয়বার জিতলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদার পুরস্কারটি। বাকি তিন ক্রিকেটার হলেন চারবার করে জেতা পন্টিং (২০০৪, ২০০৬, ২০০৭ ও ২০০৯) ও মাইকেল ক্লার্কের (২০০৫, ২০০৯, ২০১২, ২০১৩) সঙ্গে  শেন ওয়াটসন (২০১০-১১)।

টানা দ্বিতীয়বার পুরস্কারটি জেতার পরও বিশ্বাস করতে পারছিলেন না ওয়ার্নার, ‘বিষয়টা আমার জন্য ছিল চমক ও ধাক্কা খাওয়ার মতো। ভেবেছিলাম দুর্দান্ত সময় কাটানো স্টিভ স্মিথ জিতবে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া

এক নজরে :

অ্যালান বোর্ডার মেডেল : ডেডিভ ওয়ার্নার।

বর্ষসেরা টেস্ট খেলোয়াড় : মিচেল স্টার্ক।

বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় : ডেভিড ওয়ার্নার।

বর্ষষেরা টি-টোয়েন্টি খেলোয়াড় : শেন ওয়াটসন।

ব্র্যাডম্যান উদীয়মান বর্ষসেরা খেলোয়াড় : হিল্টন কার্টওয়েট।

বর্ষসেরা মহিলা ক্রিকেটার : মেগ ল্যানিং।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও