X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্যর্থতার মাঝে উজ্জ্বল রাব্বি

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২৩ জানুয়ারি ২০১৭, ২১:২৫আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২১:৩২

কামরুল ইসলাম রাব্বি রাব্বি দেশের মাটিতে মাত্র দুটি টেস্ট খেলেছেন। নিউজিল্যান্ড সফরের প্রাথমিক স্কোয়াডেও জায়গা হয়নি তার। শফিউল চোটের শিকার হওয়াতেই না জায়গা হয় তার দলে! সেই রাব্বিই কিনা নিউজিল্যান্ডের দুই টেস্টের সেরা বোলার বাংলাদেশের।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল বোলারের নাম কামরুল ইসলাম রাব্বি। ওয়েলিংটন টেস্টে প্রথম বলে তিনি উইকেট পেয়েছেন। সব মিলিয়ে দুই টেস্টে পেয়েছেন ৬ উইকেট। এর মাঝে তার স্বপ্নের কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেটটিও ছিল। সোমবার একদিন আগে শেষ হয়ে যাওয়া টেস্ট শেষে সংবাদ সম্মেলনে কিউই-বাংলাদেশ দুদলের অধিনায়কই বাংলাদেশের বোলিং আক্রমণের ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষকরে পেস আক্রমণের। রাব্বির নাম উল্লেখ করে তার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। অথচ এর আগে রাব্বি দেশের মাটিতে মাত্র দুটি টেস্ট খেলেছেন। নিউজিল্যান্ড সফরের প্রাথমিক স্কোয়াডে রাব্বির জায়গা হয়নি। শফিউল চোটের শিকার হওয়াতে না জায়গা হয় তার দলে! সেই রাব্বিই নিউজিল্যান্ডের দুই টেস্টের সেরা বোলার বাংলাদেশের।

সাফল্যের গল্প রাব্বির নিজের মুখেই শোনা যাক। সোমবার ম্যাচ শেষে প্রশ্ন করা হয়েছিল তার সাফল্যের রসায়ন কি? উত্তরে রাব্বি বলেছেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেটে খেলার স্বপ্ন থাকে যে কোনও পেস বোলারের। নিউজিল্যান্ডে দুই টেস্টের উইকেট-কন্ডিশন দুটিই ভালো ছিল। পরিকল্পনা মতো বল করার চেষ্টা করেছি আমি।’ সঙ্গে যোগ করলেন, ‘নিউজিল্যান্ডের উইকেট দুটিতে একেক দিন একেক সুযোগ পাওয়া গেছে। যেমন প্রথম দিনের বোলিংয়ে সুইং ছিল গুরুত্বপূর্ণ। তৃতীয় দিনের বোলিংয়ে গুরুত্বপূর্ণ ছিল পেস। লাইন-লেন্থ ছিল গুরুত্বপূর্ণ। এগুলো স্পোর্টিং উইকেট। বাজে বল করলেই এখানে বাউন্ডারি হয়।’

ওয়েলিংটনেও প্রথম ইনিংসে ভালো বোলিং করা রাব্বি পেয়েছেন ২ উইকেট। যার মধ্যে ছিল কেন উইলিয়ামসনের উইকেটটাও। সাফল্যের খাতায় এই প্রাপ্তিতেই সবচেয়ে খুশি তিনি। কারনও আছে। উইলিয়ামসন বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ এক ব্যাটসম্যান। আগের রাতে তার উইকেট নিয়ে অনেক ভেবেছিলেন রাব্বি। উই্লিয়ামসনের ব্যাটিং দেখার পর তার দুর্বল জায়গাটি শনাক্ত করেন এই তরুণ পেসার। তার ওই দুর্বল জায়গাটিতে বলে ফেলার চেষ্টা করেই তার উইকেটটা তিনি পেয়ে গেছেন।

রাব্বিকে ঘিরে বাংলাদেশের উল্লাস ক্রাইস্টচার্চের প্রথম ইনিংসে ৬৩ বল খেলে ২ রান করেছেন রাব্বি। আর দ্বিতীয় ইনিংসে ২৯ বল খেলে অপরাজিত ছিলেন ২৫ রানে। কোন ব্যাটিংটা তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে জানতে চাইলে বলেছেন, ‘আমাকে কোচ যখন যে পরিকল্পনা দিয়েছেন, আমি তাই বাস্তবায়নের চেষ্টা করেছি। যেমন প্রথম ইনিংসে আমাকে উইকেটে পড়ে থেকে ইনিংস লম্বা করে অন্যপ্রান্তের ব্যাটসম্যানকে সমর্থণ দিতে বলা হয়েছিল। আমি তাই করেছি। সে দিন আমার ছিল সাপোর্টিং রোল। আর আজ (সোমবার) আমি আর তাসকিন যখন ছিলাম তখন রান করা গুরুত্বপূর্ণ ছিল। দুই দিনের ভূমিকা ছিল দুই রকমের।’ এই পেসার সঙ্গে যোগ করলেন, ‘প্রথম ইনিংসে ৬৩ বল খেলাটার আস্থা থেকে দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেছি।’ রাব্বি এও জানিয়েছেন, টেল এন্ডাররা যখন ব্যাট করতে নামে তখন বেশিরভাগ ক্ষেত্রে বাউন্স বলা করা হয়। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুশীলন করার সময় তাদেরকে বাউন্স বল খেলতে শিখিয়েছেন কোচ।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা