X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বিসিবি সভাপতির কাছে সাকিবের ডাবল সেঞ্চুরিও মূল্যহীন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ২১:১২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ২১:২৫

বিসিবি সভাপতির কাছে সাকিবের ডাবল সেঞ্চুরিও মূল্যহীন! নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানের ব্যর্থতাই নাজমুল হাসানের চোখে পড়ছে বেশি। আর সে কারণেই সাকিবের ডাবল সেঞ্চুরির ইনিংসটাও ‘মূল্যহীন’ বিসিবি সভাপতির কাছে!

ওয়েলিংটন টেস্টে মুশফিক-তামিমকে টপকে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করিয়েছেন সাকিব। খেলেছেন ২১৭ রানের দুর্দান্ত এক ইনিংস। প্রথম ডাবল সেঞ্চুরি ছোঁয়ার পর মঙ্গলবার সর্বশেষ প্রকাশিক র‌্যাংকিংয়ে নিজেকে ক্যারিয়ারসেরা ব্যাটিং র‌্যাংকিংয়ে (২২ নম্বরে) উঠিয়ে এনেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

এর পরও তার পারফরম্যান্সে খুশি নন বিসিবি সভাপতি! সীমিত ওভারের ক্রিকেটে হারের কারণ হিসেবে তার দিকে আঙুলই তুলেছেন পাপন। সাকিবের ক্যারিয়ারসেরা ডাবল সেঞ্চুরিকে ‘অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছেন তিনি, ‘ওই ২০০ রান (ওয়েলিংটন টেস্টে করা ২১৭) এক ইনিংসে না করে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ৩০ রান করে করলেও আমরা কয়েকটি ম্যাচ জিততে পারতাম। আমাদের যখন দরকার তখন সাকিব রান করতে পারেনি।’ পাপন জয়ের সমীকরণটাও মিলিয়ে দিলেন সাকিবের ডাবল সেঞ্চুরির ইনিংস দিয়ে, তার ব্যাখ্যাটা এমন, ‘টেস্টের ওই ২০০ রান একেবারে না করে ১৫০ করে পরের ইনিংসে ৫০ করলেও তো টেস্টটা (ওয়েলিংটন টেস্ট) আমরা বাঁচাতে পারতাম। তাহলে কিন্তু দলের জন্য লাভ হতো। আমাদের যখন যেটা দরকার, সেটা করতে পারছে না দলের সিনিয়র খেলোয়াড়রা। খেলোয়াড়দের মনসংযোগ বাড়াতে হবে। বুঝতে হবে দলে চাহিদা কখন কি।’

পাপন যতই ব্যর্থতার গুলি উড়িয়ে মারুন না কেন, সাকিবের পরিসংখ্যান কিন্তু তা বলছে না মোটেও। নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুশফিকের সঙ্গে তার (৩৫৯ রান) গড়া রেকর্ড জুটিতেই তো ৫৯৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। সবমিলিয়ে ৭১ গড়ে ২৮৪ রান করে সাকিব টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও। বাংলাদেশের সেরা সংগ্রাহক অবার তিনিই। শুধু তা-ই নয়, ৬ উইকেট নিয়ে টাইগারদের সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলারও তিনি। সীমিত ওভার ফরম্যাটের ম্যাচগুলোতে ওয়ানডে সিরিজে ৫ উইকেট নিয়ে শীর্ষ বোলার ছিলেন তিনি। যদিও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সীমত ফরম্যাটের ক্রিকেটে।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই