X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৮তম গ্র্যান্ড স্লাম জিতলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৭, ১৮:১৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৯:১৪

শিরোপা হাতে ফেদেরার

দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো রজার ফেদেরারের। বীরোচিত এক ম্যাচ খেলেই হাতে নিলেন ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা। রবিবার মেলবোর্ন পার্কে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতলেন পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। ইনজুরিতে ছয় মাস কোর্টের বাইরে থেকে র‌্যাংকিংয়ে ১৭ নম্বরে নেমে যাওয়া ফেদেরার চার বছরের না পাওয়ার আক্ষেপ কাটালেন ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ গেমে জিতে। ২০১২ সালের উইম্বলডন জয়ের পর এটি সুইস তারকার প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।

রড লেভার এরেনার ম্যাচটি নিশ্চিতভাবে স্মরণীয় হয়ে থাকবে ফেদেরার ও তার ভক্তদের মনে। স্কোরলাইন যতটা সহজ মনে হয়েছে ঠিক ততটা নয়। প্রথম চার সেটের লড়াই হয়েছে একপেশে। এক সেট ফেদেরার জিতেছেন তো আরেকটি গেছে নাদালের দিকে। তবে পঞ্চম সেটটি স্প্যানিশ তারকার অনুকূলেই ছিল। শুরুতে ২-০ তে এগিয়ে যান নাদাল। এরপর ২-১ এ ফেদেরার ব্যবধান কমানোর পর আবার এগিয়ে যান স্প্যানিশ বাছাই (৩-১)। এরপরই যেন নিজেকে ফিরে পান সুইস তারকা। দুরন্ত সব শটে আর নাদালকে ঘুরে দাঁড়াতে দেননি ৩৫ বছর বয়সী। এর মধ্যে মহাকাব্যিক ২৬ শটের র‌্যালিতে পঞ্চম সেটের পঞ্চম গেমে অ্যাডভান্টেজ নেন তিনি। শেষ সেটে লড়াকু নৈপুণ্য দেখিয়ে প্রায় চার ঘণ্টা পর বিজয় নিশ্চিত করেন ফেদেরার।

জয়ের উচ্ছ্বাসে ভাসলেন ফেদেরার নাদালের বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেনে চতুর্থবার খেলে প্রথম জয় পেলেন সুইস তারকা। এর আগে ২০০৯ সালের ফাইনালে স্প্যানিশের কাছে হেরে যান সাবেক এক নম্বর তারকা। সেই শোধ তিনি নিলেন নাদালের বিপক্ষে তৃতীয় ফাইনাল জিতে। গ্র্যান্ড স্লামে এ চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে টানা ছয় ম্যাচ হারের পর জিতলেন ফেদেরার। স্প্যানিশ তারকার বিপক্ষে সর্বশেষ বড় শিরোপা তিনি জিতেছিলেন ২০০৭ সালের উইম্বলডন ফাইনালে। 
এনিয়ে সর্বকালের সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ী হিসেবে নাদালের সঙ্গে চারটি শিরোপার ব্যবধান বাড়ালেন ফেদেরার। আর ২০১০ সালের পর মেলবোর্ন পার্কে এটাই তার প্রথম শিরোপা। এ জয়ে বিশ্ব র‌্যাংকিংয়ে ১০ নম্বরে উঠে আসবেন তিনি। তিনটি ভিন্ন গ্র্যান্ড স্লামে পাঁচ বা তার বেশি শিরোপা জেতা প্রথম খেলোয়াড়ের মর্যাদাও পেলেন ফেদেরার।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা