X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হীরার আনন্দ অশ্রু, বন্যার বেদনার

রায়হান মাহমুদ
৩০ জানুয়ারি ২০১৭, ১৭:৫৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৮:১৯

হীরা মণি হীরা মনির সাফল্যের আনন্দ অশ্রু আর বন্যা আকতারের বেদনা অশ্রুতে সিক্ত হলো দেশের আরচারির অঙ্গন। আজ সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মেয়েদের রিকার্ভ একক ইভেন্টে দেশকে স্বর্ণপদক উপহার দেন হীরা, আর কম্পাউন্ড ইভেন্টের এককে ইরাকের বিশ্বমানের আরচার ফাতিমাহর কাছে মাত্র দুই পয়েন্টে হেরে রৌপ্য পদক পান বন্যা।

দেশের আরচাররা রিকার্ভেই অপেক্ষাকৃত ভালো, কারণ এটির ধনু সহজ আকৃতির। বাংলাদেশের স্বপ্ন ছিল রিকার্ভকে ঘিরেই এবং হীরা সেই স্বপ্ন বাস্তবায়িত করেন। ১২০-১১৮ পয়েন্টে তিনি হারিয়ে দেন আজারবাইজানের রামাজোমোভাকে। হীরার স্কোরলাইন ছিল ৮-৫-৯, ৭-৯-৭, ৭-১০-৭, ৬-৯-৭ ও ৯-৯-৯। রামাজোমোভার স্কোরলাইন ছিল ১০-৬-৯, ৫-৮-৯, ৯-৬-৮, ৯-৮-৬ ও ৯-৭-৯। হাড্ডাহাড্ডি লড়াই করেই স্বর্ণ পদক ছিনিয়ে নেন হীরা।

চোখের কোণে অশ্রু মুছতে মুছতে হীরা বলেন, ‘এটি আমার প্রথম বড় মাপের আন্তর্জাতিক প্রতিযোগতা। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম দেশের জন্য সম্মান বয়ে আনব। আজ তা বাস্তবায়িত হলো।’ ঠাকুরগাঁওয়ের এ সফল আরচার আরও যোগ করেন, ‘আমি বর্তমানে বিকেএসপিতে দ্বিতীয় বর্ষের ছাত্রী। উঁচু মানের প্রশিক্ষণ নিতে চাই আমি। বিশ্বাস করি আন্তর্জাতিক অঙ্গনে ভালো করার যোগ্যতা আমার আছে।’

বন্যার প্রতিদ্বন্দ্বী ফতিমাহ সাদ আল মাসহাদানি কম্পাউন্ড ইভেন্টে ২০১৫ বিশ্ব যুব আরচারির ফাইনালিস্ট। বাঘা বাঘা আরচারকে হারিয়ে তিনি ফাইনালে এসেছেন এবং রাশিয়ান এক আরচারের কাছে স্বল্প ব্যবধানে হেরে যান। সেই হিসেবে বিশ্বের সেরা আরচারদের একজন ফাতিমাহ। আর বন্যা আকতারের এটি প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। ১৩৫-১৩৩ পয়েন্টে হেরে যান বন্যা।  তবে কোণঠাসা অবস্থায় নয়, গলায় গলায় লড়েছেন বন্যা। ১০-৮-৮, ৯-৯-৮, ৯-৯-৮, ৯-১০-৯ ও ৭-১০-৭ স্কোরলাইনে হেরে যান তিনি। ফাতিমাহর স্কোরলাইন ছিল ৯-১০-৯, ১০-৮-৮, ৯-৯-৯, ১০-৯-৯ ও ৮-৯-৯। বলা যায় অনভিজ্ঞতার কারণে শেষ সেটে নার্ভাস হয়ে পড়েন বন্যা, যেটিই হয়ে দাঁড়ায় তার পরাজয়ের কারণ।

তবুও খুশি বন্যা, ‘ফাতিমাহর মতো স্বীকৃত আরচারের বিপক্ষে আমি লড়েছি আমার সেরা যোগ্যতায়। হয়তো কিছুটা নার্ভাস ছিলাম। তবে এতো কাছে আসব আমি ভাবিনি। এটি আমার সেরা পারফরম্যান্স। ভাগ্যটা হয়তো সহায় ছিলনা।’ কথা শেষ হতেই বন্যার চোখের কোণে চলে আসে অশ্রু। সেটা আনন্দের না বেদনার?

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!