X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩২

ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের গলফ তারকা সিদ্দিকুর রহমান। ২৯ তম স্থানে প্রথম রাউন্ড শেষ করা সিদ্দিকুর বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে (-৫) পারে ৬৬ শটে খেলা শেষ করে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে।

অথচ দিনের সূচনাটা ভালো ছিল না সিদ্দিকুরের। প্রথম হোলেই করে বসেন বোগি। পার ছিল চার শট, পাঁচ শটে শুরু করেন বাংলাদেশের শীর্ষ গলফার। কিন্তু এরপর আর পেছনে ফিরে তাকাননি। ছয়টি বার্ডিতে ৬৬ শটে খেলা শেষ করে উঠে আসেন ষষ্ঠ স্থানে। প্রথম রাউন্ডে পাটিং ভালো হচ্ছিল না বলেছিলেন তিনি। আজ সেই দুর্বলতা কাটিয়ে নিজেকে নিয়ে গেছেন শিরোপা প্রত্যাশীদের তালিকায়।

এদিকে নিজের শীর্ষ স্থান দ্বিতীয় রাউন্ডেও অক্ষুণ্ন রেখেছেন থাইল্যান্ডের জ্যাজ জাতাওয়ানান্দ। (-৪) পার খেলে ৬৭ শটে দ্বিতীয় রাউন্ড শেষ করেন এই নবীন থাই গলফার। প্রথম রাউন্ড শেষ করেছিলেন (-৭) ৬৪ শটে।

দ্বিতীয় স্থানে দিন শুরু করা ভারতের নবীন প্রতিভা শুভঙ্কর শর্মা তার প্রথম দিনের অবস্থান ধরে রেখেছেন। (-৩) পারে ৬৮ শটে খেলা শেষ করেছেন তিনি।

দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষ দশের মাঝে রয়েছেন আরও তিন থাই গলফার। রাতানন ওয়ানানান্দ আছেন তৃতীয় স্থানে। অবশ্য তিনি কিন্তু দিনের সেরা পারফরমার। কারণ (-৭) পারে ৬৪ শটে খেলা শেষ করেন তিনি। যেটি দ্বিতীয় রাউন্ডে আর কেউ পারেননি। অন্য দুই থাই খেলোয়াড় পানিপল পিতারাওয়াত (-৩) ৬৮ শটে শেষ করেছেন দ্বিতীয় রাউন্ডের খেলা। তিনি আছেন চতুর্থ স্থানে। অন্য থাই খেলোয়াড় সুতিজেত কুরামানাপিসান আছেন দশম স্থানে।

সিদ্দিকুরের পরে আরেক বাংলাদেশি গলফার দুলাল হোসেন (-১) পারে ৭০ শটে দিন শেষ করে আছেন ৩০তম স্থানে।

/আরএম/এফআইআর/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!