X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আর্সেনালকে টানা হারের কষ্ট দিল চেলসি

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০২

হ্যাজার্ডকে ঘিরে সতীর্থদের উল্লাস প্রিমিয়ার লিগে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থানে নিজেদের জায়গা আরও শক্ত করল চেলসি। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট তাদের। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পার এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট পিছিয়ে।

শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে গানারদের স্বাগত জানায় চেলসি। শুরুটা হতে পারত সফরকারীদের। দ্বিতীয় মিনিটে অ্যালেক্স আইওবির শট গোলবারের কিছুটা পাশ দিয়ে চলে গেলে সুযোগবঞ্চিত হয় আর্সেনাল।

১১ মিনিটে প্রথম সুযোগ পায় চেলসি। পেদ্রোর ফ্রিকিক থেকে গ্যারি কেহিলের হেড ক্রসবারের সামান্য উপর দিয়ে উড়ে যায়। অবশ্য এভাবে বঞ্চিত হওয়ার দুই মিনিট পরই গোলমুখ খোলে ব্লুরা। ডিয়েগো কস্তার বুলেটগতির হেড ক্রসবারে লেগে ফিরে এলে মাথার আলতো ছোঁয়ায় বল জালে ঠেলে দেন মার্কোস আলোনসো।

তখন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় চেলসির হাতে। ৩২ মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে তারা। বক্সের মধ্যে পেদ্রোকে খুঁজে পান আলোনসো, কিন্তু স্প্যানিশ তারকার শটটি রুখে দেন সফরকারী গোলরক্ষক পিওতর চেক।

প্রথমার্ধের শেষদিকে উন্নতির লক্ষণ দেখায় আর্সেনাল। গ্যাব্রিয়েলের সৌজন্যে সমতা ফেরাতে পারত তারা। কিন্তু আবারও ব্যর্থ তারা। বিরতিতে যাওয়ার একেবারে শেষ মুহূর্তে আর্সেনালের তারকা মেসুত ওজিলকে সহজে ঠেকান চেলসির গোলরক্ষক থাইবত কোর্তোয়া।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। ফিরে এসে ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি তারা। ইডেন হ্যাজার্ডের একক নৈপুণ্যে ৫৩ মিনিটে ২-০ করে ব্লুরা।

ম্যাচে ফিরতে বদলি হিসেবে অলিভার জিরুদ ও ড্যানি ওয়েলব্যাককে মাঠে নামায় আর্সেনাল। কিন্তু তারা সুবিধা করতে পারেননি। অবশ্য ৭৭ মিনিটে ওয়েলব্যাকের একটি হেড আশা জাগালেও কোর্তোয়া চমৎকারভাবে গোলপোস্টের উপর দিয়ে বাইরে পাঠান।

গানারদের সুযোগবঞ্চিত হওয়ার দিনে চেলসি ব্যবধানটা আরও বাড়িয়ে নেয়। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন এবার সেস ফেব্রিগাস।

ইনজুরি সময়ে নাচো মনরিয়েলের ক্রস থেকে সান্ত্বনাসূচক গোল করেন জিরুদ।

এনিয়ে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচ হারল আর্সেনাল। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনেই থাকল তারা। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের চোখ রাঙাচ্ছে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে এক পয়েন্টে পিছিয়ে থাকা ম্যানসিটি। গানারদের সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে টটেনহ্যাম হটস্পার। শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান কমাতে তারা স্বাগত জানাবে মিডলসব্রোকে।

নতুন বছরে কাঙ্ক্ষিত জয়ের দেখা এবারও পেল না লিভারপুল। তারা ২-০ গোলে হেরেছে অবনমন অঞ্চলে থাকা হাল সিটির কাছে। ২৪ ম্যাচে তাদের অর্জন ৪৬ পয়েন্ট। সূত্র- গোলডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে