X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তৃতীয় স্থানে উঠলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৮

জোড়া গোল করেছেন হেসুস। ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত জয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। তারা সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে। অপর খেলায় লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত জয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে তারা।

ঘরের মাঠ বলেই ইতিহাদ স্টেডিয়ামে উত্তেজনা ছড়িয়েছিলেন গ্যাব্রিয়েল হেসুস। ১১ মিনিটে দাভিদ সিলভার বাড়ানো বলে দলকে এগিয়ে দেন।

অবশ্য দ্বিতীয়ার্ধে কিছুটা ছেড়ে দিয়ে খেলার মাশুল গুনতে হয় ম্যানসিটিকে। ৮১ মিনিটে সোয়ানসির হয়ে গোল করে বসেন সিগার্ডসন।

যদিও এই সমতার পরই তেতে উঠে ম্যানসিটি। যার নেতৃত্ব দেন প্রথম গোল করা হেসুস। যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে জয় নিয়ে মাঠ ছাড়েন পেপ গার্দিওলা।

অবশ্য এই ম্যাচে গার্দিওলা পরিবর্তনের পক্ষেই ছিলেন। সার্হিও আগুয়েরোকে রেখে সামনে খেলিয়েছেন হেসুসকে। যার ফলটা কাজেই দিয়েছে শেষ পর্যন্ত। এ নিয়ে এই মৌসুমে ৮০বার পরিবর্তন এনেছেন দলে। যা প্রিমিয়ার লিগের যে কোনও ক্লাব থেকে ১৫বার বেশি! এই জয়ে ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট।

এদিকে লিগের অপর ম্যাচে হারের মুখ দেখেছে লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরেছে এই বছর জয়ের মুখ না দেখা দলটি।      

ম্যানইউর পক্ষে একটি করে গোল করেন মেখিতারিয়ান (৪২ মিনিট), ইব্রাহিমোভিচ (৪৪ মিনিট) ও মাতা (৪৯ মিনিট)। এই জয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানইউ। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।

এদিকে এই বছরে একটি জয় না পাওয়ায় চাপের মুখে রয়েছেন লেস্টার সিটি কোচ রানিয়েরি। শিরোপা অক্ষুণ্ণ রাখতে না পারার হতাশাতো রয়েছেই। সঙ্গে যোগ হয়েছে অবনমন অঞ্চল থেকে নিজেদের টেনে তোলার মিশন। এই বছরে ৫ খেলায় কোনও গোলই করতে পারেনি লেস্টার সিটি!

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!