X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কোথাও নেই ‘আজ্জু’

রবিউল ইসলাম, হায়দরাবাদ থেকে
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:১২

মোহাম্মদ আজহারউদ্দিন ভারতের সফল অধিনায়কদের তালিকায় অনেক আগেই জায়গা করে নিয়েছেন হায়দরাবাদে জন্ম নেওয়া মোহাম্মদ আজহারউদ্দিন। অথচ দেশের হয়ে ৯৯ টেস্ট খেলা এই তারকা এখন আর ক্রিকেটের কোথাও নেই। ভারতের সরকারি স্টেট ব্যাংকের একজন কর্মী থেকে দেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন যে ‘আজ্জু’।

নিজের জন্মস্থান হায়দরাবাদে এখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্ট চলছে। যে মাঠে খেলা হচ্ছে, সেই রাজীব গান্ধী স্টেডিয়ামে ভিভিএস লক্ষ্মণের নামে গ্যালারি রয়েছে, আবিদ আলির নামও আছে, নেই শুধু আজহারের নামে কোনও গ্যালারি স্ট্যান্ড।

এখনও হায়দরাবাদের হয়ে এমন ব্যাটসম্যান ও ফিল্ডার ভারতীয় দলে আসেনি। অন্তত তার একটি ছবি স্টেডিয়ামের কোথায় থাকতে পারতো। কিন্তু ফিক্সিংয়ের ব্যাপারটি কারো মন থেকে মুছে যায়নি। হয়তো এই কারণেই নেই ভারতের অন্যতম সেরা এই অধিনায়কের কোনও ছবি।

তার জীবনের গল্পটা বিভিন্ন সময় বিভিন্ন মাত্রা পেয়েছে। মাত্র ২১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন আজহার। খুব ভালোভাবেই চলছিল ক্রিকেট ক্যারিয়াররটা। ২৪ বছর বয়সে বিয়ে করা আজহারের জীবনটা চলছিল ভালোই। স্ত্রী নওরীন ও দুই ছেলেকে নিয়ে তখন সুখের সংসার তার। কিন্তু বিপত্তিটা ঘটে ১৯৯৪ সালের দিকে। ওই বছর এক বিজ্ঞাপনের শ্যুটিংয়ে আজহারের সঙ্গে আলাপ হয় ‘বলিউড কুইন’ সঙ্গীতা বিজলানির।

কিছুদিনের মধ্যেই আজহার প্রেমে জড়িয়ে পড়েন বিজলানির সঙ্গে। শুরু হয় তার ঘরে-বাইরের অশান্তি। অশান্তির ঝড়ে তছনছ হয়ে গেল সুখের দাম্পত্য জীবনটাও। একটু একটু করে সরে যেত থাকল ক্রিকেট ফর্ম। ১৯৯৬ সালের শেষের দিকে ভেঙে যায় আজহার-নওরীনের ৯ বছরের বৈবাহিক জীবন।

১৯৯৬ সালে সঙ্গীতার সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন আজহার। নতুন সংসারে থিতু হতে না হতেই আজহারের জীবনে আসে নতুন এক ঝড়! ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নির্বাসিত করা হলো ভারতের সফল এই অধিনায়ককে।

ক্রিকেটহীন জীবন পেরিয়ে তিনি যোগ দিলেন রাজনীতিতে। কংগ্রেসে যোগ দিয়ে নির্বাচনে জিতে হলেন সংসদ সদস্যও। কিছুদিনের মধ্যেই সুখবর পান আজহারউদ্দিন। ২০১২ সালে ক্রিকেট থেকে নির্বাসন উঠে যায় তার। তার আগে অবশ্য আরও বড় ধাক্কা খেয়েছিলেন ‘আজ্জু’। সড়ক দুর্ঘটনা মারা যায় তার বড় ছেলে মোহাম্মদ আয়াজউদ্দিন।

ছেলের মৃত্যুর পর পরই দ্বিতীয় স্ত্রী সঙ্গীতার সঙ্গে ডিভোর্স হয় আজহারের। তাদের বিচ্ছেদের পেছনে ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় জোয়ালা গাট্টা ছিলেন বলেও গুঞ্জন ছিল ভারতীয় মিডিয়ায়। জীবনে অনেক বাঁক বদল হওয়া এবং বিতর্কের জন্ম দেওয়া আজহার সত্যিই অদ্ভুত এক চরিত্র।

আজহারের জীবন নিয়ে এরই মধ্যে সিনেমা তৈরি হয়ে গেছে বলিউডে। আজহারের চরিত্রে অভিনয় করছেন এমরান হাশমি। প্রথম স্ত্রী নওরীনের চরিত্রে আছেন প্রাচী দেশাই, আর সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করছেন নার্গিস ফাখরি।

/আরআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন