X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতার পর বিওএ’র প্রথম বার্ষিক সাধারণ সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৯

স্বাধীনতার পর বিওএ’র প্রথম বার্ষিক সাধারণ সভা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ও ১৯৮০ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি পাওয়ার পর আজ শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রথম বার্ষিক সাধারণ সভা।

বিওএ সভাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাধারণ পরিষদের ৪৯ সদস্য। সভায় বিওএ’র আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা থাকলেও তা শেষ পর্যন্ত ঘোষিত হয়নি।

সভায়  বিওএ’র বর্তমান কমিটির মেয়াদকালের মধ্যে বাস্তবায়িত সব কার্যক্রমের প্রতিবেদন, ২০১২-২০১৩ হতে ২০১৫-২০১৬ পর্যন্ত মোট ৪ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনসমূহ, ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য নির্ধারিত কর্মসূচী বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১১,৩৬,৯১,১০০/- (এগারো কোটি ছত্রিশ লক্ষ একানব্বই হাজার একশত) টাকার বাজেট অনুমোদন করা হয়।

এছাড়া ২০০৩-২০০৪ অর্থ বছর হতে নিরীক্ষা প্রতিবেদনে প্রদর্শিত অগ্রিম অসমন্বিত থাকায় নিরীক্ষক কর্তৃক আপত্তি উত্থাপনের বিষয়টি সভাকে জানানো হয় এবং এ বিষয়ে বিগত কমিটির সময়ে করা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়া সাপেক্ষে আপত্তিটি নিষ্পত্তি করার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে আঞ্চলিক অলিম্পক এসোসিয়েশন হিসেবে বিওএ’র আওতাভুক্ত করার আবেদনটি সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে আইওসি এবং বিওএ’র গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিওএ ভবনে আয়েজিত এক সংবাদ সম্মেলনে মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ’এতকাল পরে বিওএ’র সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে খুলে গেল নতুন দুয়ার। বিওএ তার কর্মকাণ্ডে শতভাগ জবাবদিহিতা ও স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করতে চায় এবং গঠনতন্ত্র অনুযায়ী চলতে প্রত্যয়ী।’

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!