X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফলোঅন এড়ানোই প্রথম লক্ষ্য বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১১ ফেব্রুয়ারি ২০১৭, ২২:১৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪১

ফলোঅন এড়ানোই প্রথম লক্ষ্য বাংলাদেশের ফলোঅন এড়াতে আরও ১৬৬ রান চাই বাংলাদেশের। হাতে রয়েছে ৪ উইকেট। দিনের শেষটা ভালো হওয়াতে ফলোঅন এড়ানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শনিবার চা বিরতির পরের পুরো সময়টা মুশফিক-মিরাজ মিলে যেভাবে কাটিয়ে দিয়েছেন, তাতে করে আশা করাই যায়।

সেক্ষেত্রে অবশ্যই মুশফিক ও মিরাজকে প্রথম সেশনটা পার করতে হবে। তবেই কেবল সম্ভব ফলোঅন এড়ানো। সাকিবও ঠিক এমনটাই মনে করছেন, ‘অবশ্যই ভারত এগিয়ে রয়েছে। আমাদের অবশ্যই ভালো খেলতে হবে। বিশেষকরে কালকের প্রথম সেশনের প্রথম দুই ঘন্টা ভাল খেলতে হবে। আমরা এখানে কেমন খেলি এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কোনও উইকেট না হারিয়ে যদি ১০০ বা ১২০ রান করতে পারি তাহলে ভালো অবস্থায় থাকব। তবে আমরা এখনও ম্যাচ থেকে অনেক দূরে।’

প্রথম সেশনটায় ফলোঅন এড়াতে মুশফিক ও মিরাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, ‘আমি চাইব কাল যদি মুশফিক ও মিরাজ প্রথম সেশন খেলতে পারে। তাহলে আমরা ১০০-১২০ রানের মতো করতে পারব। যেটা ফলোঅন বাঁচানোর খুব কাছে নিয়ে যাবে আমাদের। আমার কাছে মনে হয় এটাই আমাদের এখন প্রথম লক্ষ্য।’    

শনিবার তৃতীয় দিন শেষে মুশফিক ও মিরাজ মিলে সপ্তম উইকেটে ৮৭ রানের জুটি গড়েছিলেন। তার আগে সাকিবকে সঙ্গে নিয়ে মুশফিক গড়েন ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। মুশফিকের এই দুটি জুটিই আশা বাঁচিয়ে রাখছে ভালো কিছুর।

ম্যাচ শেষে সাকিবের মুখে শোনা গেল মুশফিক ও মিরাজের প্রংশসা, ‘তারা দারুণ ব্যাটিং করেছে। বিশেষকরে মুশফিক ভাই খুব ভালো ব্যাটিং করেছেন। পুরো ইনিংসে কোনও বাজে শট খেলেননি। একই সময়ে যেটা মারার বল ছিল মেরেছেন। সব কিছু মিলিয়ে খুবই ভালো ব্যাটিং করেছেন মুশফিক ভাই। আর মিরাজের প্রথম ফিফটি অবশ্যই ওর জন্য স্পেশাল একটা দিন। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে ওর এমন একটা ইনিংস অনেক সাহায্য করবে।’

ভারতের উইকেট যে রকম টার্নিং হয়, ঠিক তেমনটা দেখা যায়নি হায়দরবাদের উইকেট। তাতে কিছুটা বিস্মিত সাকিব, ‘ভারতের উইকেটে স্পিনারদের যেভাবে সাহায্য থাকে, সেভাবে এখানে করছে না। পেস বলও আমাদের খুব বেশি সমস্যায় ফেলতে পারেনি। যদিও আজকে একটা স্পেল (উমেশ যাদবের) খুবই ভয়ঙ্কর ছিল।’ তিনি আরও যোগ করেন, ‘এখনও উইকেটটা ভালো আছে। কালকে নতুন একটা দিন, সেখানে পিচটা কেমন থাকে, সেটা একটা ব্যাপার।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও