X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ম্যানইউয়ের সঙ্গে জিতেছে আর্সেনালও

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৯

গোলের পর ম্যানইউ খেলোয়াড়দের উল্লাস হারের বৃত্ত ভেঙে জয়ের পথে ফিরেছে আর্সেনাল। আলেক্সিস সানচেসের জোড়া লক্ষ্যভেদে গানাররা ২-০ গোলে হারিয়েছে হালসিটিকে। ম্যানচেস্টার ইউইনাইটেড অবশ্য জয়ের পথে ফিরেছিল আগের ম্যাচেই। সেই ধারাটা ধরে রাখল তারা ওয়াটফোর্ডের বিপক্ষেও। ‘রেড ডেভিলরা’ও পেয়েছে ২-০ গোলের জয়।

প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছে ম্যানইউ। চলতি লিগ মৌসুমে তারা ১৫ ম্যাচ অপরাজিত থেকে ঘরের মাঠে নেমেছিল ওয়াটফোর্ডের বিপক্ষে। লিস্টার সিটিকে আগের ম্যাচে ৩-০ গোলে হারানো হোসে মরিনহোর দল সাফল্যের পথটা করল আরও দীর্ঘ। ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিকরা ৩২ মিনিটে এগিয়ে যায় হুয়ান মাতার লক্ষ্যভেদে। আর দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আন্থনি মার্সিয়াল। এই জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দলটি।

ঘরের মাঠে জয় পেয়েছে আর্সেনালও। টানা দুই ম্যাচ হেরে ছন্দপতন ঘটা গানারদের পথে ফিরিয়েছেন সানচেস। চিলিয়ান এই ফরোয়ার্ডের জোড়া গোলেই যে হালসিটিকে তারা হারিয়েছে ২-০ ব্যবধানে। ওয়াটফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলের হারের পর আর্সেন ওয়েঙ্গারের দল পরের ম্যাচে ৩-১ গোলে হারে চেলসির বিপক্ষে। তাতে ওয়েঙ্গারের ভবিষ্যৎ নিয়েও উঠেছিল প্রশ্ন। এবার সব প্রশ্ন বাতাসে মিলিয়ে দিলেন সানচেস। চিলিয়ান ফরোয়ার্ড ৩৪ মিনিটে অসাধারণ গোল করে এগিয়ে নেন স্বাগতিকদের। এর পর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে আরও একবার স্কোরশিটে নাম তুলে নিশ্চিত করেন আর্সেনালের জয়।

আর্সেনালের জয়ের নায়ক আলেক্সিস সানচেস এই জয়ে ২৫ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। যদিও জায়গাটা থেকে নেমেও যেতে হতে পারে তাদের, কারণ ১ পয়েন্টে পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটি খেলেছে তাদের চেয়ে এক ম্যাচ কম। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ