X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তিনটি দায়িত্বই উপভোগ করছেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৬

মুশফিকুর রহিম গত কয়েক সিরিজ ধরেই মুশফিকুর রহিমের অধিনায়কত্ব ও উইকেট কিপিং নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মাধ্যম থেকে খবর চাউড় হয়েছে তার এ দুটি দায়িত্ব নিয়ে মোটেও সন্তুষ্ট নন বোর্ড পরিচালকরা। কেবলমাত্র বিকল্প কাউকে না পাওয়াতে মুশফিকের উপরই ভরসা রেখেছে বিসিবি।

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে বাজে অধিনায়কত্ব ও উইকেট কিপিং নিয়ে প্রশ্ন উঠেছে আবারও। যদিও প্রশ্নটা বড় আকারে রূপ নিয়েছে ভারতীয় সাংবাদিকদের কাছেই।

তিনটি দায়িত্ব একসঙ্গে পালন করা কতটা কঠিন এমন প্রশ্নের উত্তরে মুশফিক সোজা ব্যাটেই খেললেন। স্টেইট ড্রাইভে উত্তর দিলেন তিনি, ‘আমি তিনটি দায়িত্বই উপভোগ করছি। কারণ আমি মাঠে থাকতে ভালোবাসি। আমার মাঠে সময় কাটানোর উপায় হলো সেখানে দায়িত্ব পালন করা, ড্রেসিং রুমে বসে নয়। আমি আমার সব দায়িত্ব ভালোবাসি। তার পরও কিছু হলে সিদ্ধান্ত নেওয়ার লোক আছে বাইরে। তবে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, আমি বলব তিনটিই দারুণ পছন্দ করি। আর নেতৃত্ব আমার হাতে নেই। বোর্ড চাইলে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে।’

বাংলাদেশের সেরা ব্যাটসম্যান খেতাবটা মেনে নিতে পারেননি মুশফিক। তার সোজসাপ্টা উত্তর, ‘আমার টেস্ট ব্যাটিং গড় তো ৩৩ বা ৩৪- এর বেশি না। আমি কীভাবে দলের সেরা ব্যাটসম্যান হতে পারি। আমি যদি দু্টি বা তিনটি দায়িত্বে থাকি, তার মানে বোর্ড বা ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রাখছে। আমার কর্তব্য হলো তিনটি দায়িত্বই যথাযথ ভালোভাবে পালন করা। আমি যদি তাতে ব্যর্থ হই, সেক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত নেবে।’

তিনটি দায়িত্ব এক সঙ্গে পালন করতে কোনও চাপ নিতে হচ্ছে না। বরং দেশের হয়ে তিনটি দায়িত্ব পালন করতে পেরে গর্বিত মুশফিক। যদিও কখনও অব্যহতি দেওয়া হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানান তিনি, ‘চাপ সব সময়ই থাকে। আমি সব সমযই বলছি আমি গর্বিত, কারণ দেশের হয়ে আমি এমন তিনটা দায়িত্ব পালন করতে পারছি। আমি আমার কাজটা করে যেতে চাই। এখন যদি বোর্ড বা ম্যানেজম্যান্ট মনে করে এটা নিলে বা এটা না করলে আমার ভালো হবে সেই সিদ্ধান্ত তাদের। কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলব, আমি তিনটা কাজ করতেই পছন্দ করি।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী