X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আরও প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলেন কোহলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৫

বিরাট কোহলি ভারতের দেওয়া পাহাড়সম রানের বিপরীতে খেলতে নেমে প্রথম ইনিংসে মুশফিকের ব্যাটে কোনোমতে ৩৮৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলোঅনে পড়লে কোহলি বাংলাদেশকে ব্যাটিংয়ে না পাঠিয়ে নিজেরাই ব্যাটিং করে। শেষ পর্যন্ত জয়ের জন্য বাংলাদেশকে ৪৫৯ রানের লক্ষ্যমাত্রা বেধে দেয়। জবাবে বাংলাদেশ ২৫০ রানেই অলআউট হয়ে যায়।

এমন উইকেটে এতো কম রানে অলআউট হওয়ায় বিস্মিত হয়েছেন ভারতীয় এই অধিনায়ক। তিনি বাংলাদেশের কাছ থেকে আরও প্রতিদ্বন্দ্বিতা আশা করছিলেন, ‘এটা ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। এখানে বেসিক দিয়ে খেললে সহজেই রান পাওয়া সম্ভব। আমি আশা করিনি তারা ২৫০ রানের আগেই অলআউট হয়ে যাবে। তাদের দলে বেশ ভালো ব্যাটসম্যান আছে। তারা নিউজিল্যান্ডে ৫৮০ (আসলে ৫৯৬) রান করেছে। ব্যাটিংয়ের জন্য ওটা ভালো উইকেট ছিল। ওখান থেকে তারা আত্মবিশ্বাস পেয়েছে। যা তারা দেখিয়েছে। তবে আমাদের বোলিং ইউনিট ভালো করেছে। প্রথম ইনিংসে তাদের লড়াই দেখে আমি মোটেও বিস্মিত হইনি।’

আগে ব্যাটিং করে ভারত প্রায় দেড় দিনের বেশি ব্যাটিং করে ৬৮৭ রান সংগ্রহ করেছে। এজন্য টস জেতাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন কোহলি, ‘এটা খুব ভালো ব্যাপার যে ব্যাটিংয়ের জন্য উইকেট খুবই ভালো ছিল। টস জেতাতেও বেশ ভালো হয়েছে। প্রথম ইনিংসটা আমাদের এগিয়ে নিয়েছে।’

বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের দ্রুত বিদায়ে বোলারদের কৃতিত্ব দিতে একটুও কার্পণ্য করেননি টেস্টের ম্যাচ সেরা পুরস্কার পাওয়া বিরাট, ‘আমার মনে হয় প্রথম ইনিংসে আমাদের তিনজন বোলারই অসাধারণ ছিল। আমাদের স্পিনারদের মান, পেসারদের আক্রমণ করতে সাহায্য করে। কারণ আমাদের স্পিনাররা রানের চাকা চেপে ধরতে পারে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা