X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনাও পারলেন না রিয়াল মাদ্রিদকে হারাতে!

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৪

ম্যারাডোনাও পারলেন না রিয়াল মাদ্রিদকে হারাতে! সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ রিয়াল জিতে নিয়েছে ৩-১ গোলে। তাতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই মাদ্রিদের ক্লাবটি খেলতে যাবে নাপোলির মাঠে ফিরতি লেগ খেলতে।

ম্যাচ শুরুর আগে নাপোলির ড্রেসিংরুমে খেলোয়াড়দের উজ্জ্বীবিত করতে শোনালেন অনেক ইতিবাচক কথা। গ্যালারিতে গলা ফাটালেন নিজের সাবেক ক্লাবের জন্য। কোনও কিছুই কাজে এলো না ডিয়েগো ম্যারাডোনার। নাপোলিকে যে জেতাতে পারলেন না রিয়াল মাদ্রিদের বিপক্ষে! সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ রিয়াল জিতে নিয়েছে ৩-১ গোলে। তাতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই মাদ্রিদের ক্লাবটি খেলতে যাবে নাপোলির মাঠে ফিরতি লেগ খেলতে।

আগেই নিশ্চিত হয়ে ছিল নাপোলিকে প্রেরণা জোগাতে বার্নাব্যুতে উপস্থিত থাকবেন ম্যারাডোনা। আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’-এর বিষয়ে তাই প্রশ্ন করা হয়েছিল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসা রিয়াল মিডফিল্ডার লুকা মডরিচের কাছে। ক্রোয়েট তারকা জানিয়েছিলেন, রিয়ালের ভাগ্য ভালো যে ম্যারাডোনা এই ম্যাচে খেলছেন না। না খেললেও বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার কথার মাধ্যমে যে নাপোলি খেলোয়াড়দের উজ্জ্বীবিত করেছিলেন, সেটার প্রমাণ পাওয়া যায় ম্যাচের অষ্টম মিনিটেই। যখন লরেঞ্জো ইনসিগনের চমৎকার গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। রিয়ালের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে গিয়েছিলেন ইনসিগনে, ফাঁকা রক্ষণে গোলবার থেকে অনেকটা এগিয়ে ছিলেন গোলরক্ষক কেইলর নাভাস। সেই সুযোগটা নিয়েই দূর থেকে বুদ্ধিদীপ্ত শটে বল জালে জড়িয়ে দেন এই ইতালিয়ান ফরোয়ার্ড।

রিয়াল সমর্থকদের মনে তখন আগের দিনের বার্সেলোনা-প্যারিস সেন্ত জার্মেই ম্যাচের কথা মনে হলেও হতে পারে। কাতালান ক্লাবটি প্যারিস থেকে ফিরেছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে। অবশ্য সেই অবস্থা তৈরি হতে দেননি করিম বেনজিমা। ১৮তম মিনিটেই তিনি সমতায় ফেরান স্বাগতিকদের। দানি কারভাহালের ক্রস লাফিয়ে হেড করে বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার।

প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে সমতায়। দ্বিতীয়ার্ধে অবশ্য এগিয়ে যেতে সময় নেয়নি ‘লস ব্লাঙ্কোস’। ৪৯ মিনিটে স্কোরশিটে নাম তোলেন টোনি ক্রোস। ক্রিস্তিয়ানো রোনালদোর ক্রস থেকে মাপা শটে লক্ষ্যভেদ করেন এই জার্মান মিডফিল্ডার। মিনিট পাঁচেক পর আবারও গোলোৎসবে মাতে বার্নাব্যু। রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেছেন কাসিমিরো। গোলটা ছিল দেখার মতো। বক্সের অনেকটা বাইরে থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ভলিতে করেন অসাধারণ এক গোল। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি