X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তিন মোড়ল তত্ত্বের বিরোধিতায় বাংলাদেশের পদক্ষেপে বিস্মিত শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫০

তিন মোড়ল তত্ত্বের বিরোধিতায় বাংলাদেশের পদক্ষেপে বিস্মিত শাস্ত্রী তিন মোড়ল তত্ত্ব উঠিয়ে দিতে নীতিগতভাবে কাজ এগিয়ে চলছে। আইসিসি সভায় যাতে সমর্থন দিয়েছিল বাংলাদেশ। আর বাংলাদেশের এমন পদক্ষেপে হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শ্রীলঙ্কা, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মতো দেশগুলোকে অনেক সহায়তা করেছে। বলতে গেলে ১৫-২০ বছর ধরেই। শ্রীলঙ্কা এই পদক্ষেপে সায় না দেওয়ায় তাতের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু একই সঙ্গে এটা দেখে হতাশ ও বিস্মিত হয়েছি যে বাংলাদেশ ও জিম্বাবুয়ে এই পথে হাঁটেনি।’

তিন মোড়ল তত্ত্বের প্রতি এক কথায় নিজের সমর্থনই প্রকাশ করেছেন শাস্ত্রী। একই সঙ্গে ছোটদেশগুলোকে স্মরণ করিয়ে দিয়েছেন নিজেদের অবস্থানও, ‘লভ্যাংশ ভাগাভাগির বিষয়টি ঠিক হয়েছিল দুই বছর আগেই। তখন সবাই গ্রহণ করেছিল। কিন্তু বর্তমানের এই পরিস্থিতি আমাকে বিস্মিতই করেছে। ভারতের অবশ্যই নিজেদের প্রাপ্যটা চেয়ে নেওয়া উচিত। কারণ দু্ই বছর আগে যাই চুক্তি হয়ে থাকুক। তাতে সবাই সুবিধা পাচ্ছিল। বিশেষ করে শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ের মতো দেশগুলো তাদের প্রাপ্য থেকে বেশিই পাচ্ছিল। এভাবে করে তারা ভুল করছে।’

এমন কাজের জন্য সবাইকে হুঁশিয়ার বার্তাও শোনান শাস্ত্রী, ‘তাদের প্রতি আমার এই ‍হুঁশিয়ারি থাকলো যে, সাবধান! কারণ এই প্রতিষ্ঠান থাকার জন্যেই। তারা এই অবস্থায় বিসিসিআই-এর কাছ থেকে যেই সুবিধা নেওয়ার চেষ্টা করছে এটা বড় ভুল।  এই পরিস্থিতি বেশি দিন টিকবে না।’

এই সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবিকে যৌক্তিক বলেও মন্তব্য করেন সাবেক ভারতীয় এই টিম ডিরেক্টর, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্যই ৮০ শতাংশ লাভ উঠে আসে। কিন্তু ভারতীয় বোর্ড এই শতাংশও তো চাচ্ছে না। যা তাদের প্রাপ্য সেটাই চাচ্ছে।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়