X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু ২৩ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৮

শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু ২৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। মার্চের ওই সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণার পর ২৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

এই সিরিজে ফিটনেসের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ইমরুল কায়েসের খেলার সম্ভাবনা কম। তবে মুস্তাফিজুর রহমানের ফেরার ব্যাপারে আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সাউথ জোনের হয়ে ভালো পারফরম্যান্স তার ফিটনেস ফিরে পাওয়ারই ইঙ্গিত দিয়েছে।

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটির পর এখন ছুটিতেই আছেন খেলোয়াড়রা। অবশ্য অবকাশ যাপনের খুব বেশি সময়ও তারা পাচ্ছেন না, নেমে পড়তে হবে আবার নতুন মিশনে। ২৩ ফেব্রুয়ারি থেকেই যে যোগ দিতে হবে ক্যাম্পে। শ্রীলঙ্কার সফরের উদ্দেশে ফিটনেস ক্যাম্পের আগে ঘোষণা করা হবে ১৬ সদস্যের চূড়ান্ত দল। যে স্কোয়াডটি ২০ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নান্নু, ‘দল প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ২০ তারিখ বিকালে দল ঘোষণা হবে। বড় কোনও পরিবর্তন হবে না। হায়দরাবাদে যে স্কোয়াডটা ছিল, সেখান থেকে একটা-দুইটা এদিক-ওদিক হবে। ফিটনেসকে আমরা গুরুত্ব দিচ্ছি। মাঠে পাঁচ দিন খেলার এনার্জির দিকটা বেশি গুরুত্ব দিচ্ছি।’ 

শ্রীলঙ্কার সফরের দলে তাই ইমরুলের না থাকার সম্ভাবনাটাই বেশি। চোটের কারণে হায়দরাবাদ টেস্ট মিস করা এই ওপেনার এখনও ফিট নন পুরোপুরি। লঙ্কানদের বিপক্ষে যেহেতু ফিটনেসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে অনেক বেশি, তাই ইমরুল মিস করতে পারেন এই সফরটাও।

ইমরুলের শ্রীলঙ্কা সফর সুতোয় দুললেও মুস্তাফিজের মাঠে ফেরাটা একরকম নিশ্চিতই। নিউজিল্যান্ডে সীমিত ওভার ক্রিকেটে খেলেছিলেন চার ম্যাচ। চোট কাটিয়ে ফিরেছিলেন বলে তাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। তাই টেস্ট সিরিজের দলে থাকলেও খেলেননি এক ম্যাচও। ভারত সফরেও তাকে রাখা হয়েছিল দলের বাইরে। তবে শ্রীলঙ্কা সফর দিয়ে আবার জাতীয় দলে ফিরলেন মুস্তাফিজ। বিসিএলে তার ফিটনেস ও পারফরম্যান্সই আশা জাগাচ্ছে প্রধান নির্বাচক নান্নুকে।

ক্যাম্প শেষে ২৬ কিংবা ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশের। সেখানে আসল লড়াই শুরুর আগে ২ থেকে ৩ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!