X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাদ পড়ছেন ইমরুল, ফিরছেন মুস্তাফিজ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৮

বাদ পড়ছেন ইমরুল, ফিরছেন মুস্তাফিজ! আগামী ২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রায় ৪০ দিন শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

চলতি মাসের শেষ দিন শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা মুশফিকদের। তার আগে ২৩ ফেব্রুয়ারি থেকে ৩-৪ দিনের ক্যাম্পে অংশ নেবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী সোমবার শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড থেকে শ্রীলঙ্কা সিরিজের দলে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে শনিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। যদিও নান্নুর ইঙ্গিত ফিটনেসজনিত কারণে রাখা হচ্ছে না ইমরুল কায়েসকে। এই ওপেনার ভারতের বিপক্ষে দলে থাকলেও চোটের কারণে ফিরে আসেন দেশে। এখনও পুরোপুরি ফিট নন ইমরুল, তাই তাকে নিয়ে বেশ সংশয় প্রধান নির্বাচকের মনে, ‘ইমরুলকে নিয়ে একটু সংশয় আছে। ফিজিও-ডাক্তারের যে রিপোর্ট আছে, তাতে বলা মুশকিল সে কত দ্রুত সেরে উঠবে। কাল ওর ম্যাচ আছে। শুধু ব্যাটিং করলেই তো হবে না। ফিল্ডিংটাও দেখতে হবে। স্লিপে দাঁড়িয়ে থাকলেও চলবে না। রানিং-বল থ্রো করতে হবে।’ সঙ্গে যোগ করলেন, ‘পুরোপুরি ফিটনেস ​ফিরে পেতে বিসিএলে অন্তত ওর দুটি ম্যাচ খেলতে হবে। হায়দরাবাদের অভিজ্ঞতা থেকে এদিকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি।’

ইমরুলের শ্রীলঙ্কা সফর সুতোয় দুললেও মুস্তাফিজের মাঠে ফেরাটা একরকম নিশ্চিতই। নিউজিল্যান্ডে সীমিত ওভার ক্রিকেটে খেলেছিলেন চার ম্যাচ। চোট কাটিয়ে ফিরেছিলেন বলে তাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। তাই টেস্ট সিরিজের দলে থাকলেও খেলেননি এক ম্যাচও। ভারত সফরেও তাকে রাখা হয়েছিল দলের বাইরে। তবে শ্রীলঙ্কা সফর দিয়ে আবার জাতীয় দলে ফিরছেন মুস্তাফিজ। বিসিএলে তার ফিটনেস ও পারফরম্যান্সই আশা জাগাচ্ছে প্রধান নির্বাচক নান্নুকে, ‘মুস্তাফিজ মাশাআল্লাহ ভালো। টেস্টের জন্য সে প্রস্তুত।’

মুশফিকের উইকেটকিপিং নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে প্রধান নির্বাচক বলেছেন, ‘এটা নিয়ে নির্বাচকদের মধ্যে এখনও আলোচনা হয়নি। এটা নিয়ে পরে জানাতে পারব। অধিনায়কের সঙ্গে বিষয়টি নিয়ে আমরা বসব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম