X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘সেরা’ চার জাতীয় ক্রিকেটার থাকছেন ইমার্জিং কাপে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৪

‘সেরা’ চার জাতীয় ক্রিকেটার থাকছেন ইমার্জিং কাপে আগামী ১৫ মার্চ থেকে বাংলাদেশে শুরু হওয়ার কথা ইমার্জিং কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এই প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এটি বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।

যদিও এখনও পর্যন্ত কোন ভেন্যুতে খেলা হবে-এই বিষয়টিই চূড়ান্ত করতে পারেনি আয়োজকরা। কেননা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংস্কার কাজ চলতে থাকায় এই ভেন্যুতে আপাতত খেলা বন্ধ রয়েছে। যদিও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘ফতুল্লা স্টেডিয়াম ও কক্সবাজার স্টেডিয়াম এগিয়ে আছে। সিলেট স্টেডিয়ামও হতে পারে। আশা করছি কয়েক দিনের মধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।’

জাতীয় দলে ডাক পেয়ে যারা ভালো পারফর্ম করতে পারেনি, তাদের দলে ফেরার জন্য এই টুর্নামেন্টটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেটা বলার অপেক্ষা রাখে না। সেই হিসেবে বাংলাদেশ স্কোয়াডে (ইমার্জিং দল) জাতীয় দল থেকে বাদ পড়া চার খেলোয়াড়ের সুযোগ থাকছে এখানে ভালো করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ তৈরি করার। সেই চার ক্রিকেটারের নাম এখনও চূড়ান্ত না হলেও এনামুল হক, শাহরিয়ার নাফীস, নাসির হোসেন ও আল-আমিন হোসেনের থাকার সম্ভাবনাই বেশি।

১৫ মার্চ থেকে ইমার্জিং কাপ শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশ দল এখনও অনুশীলন শুরু করেনি। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে তারা অনুশীলন শুরু করবে। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘ওয়ানডে দলটা তৈরি করে ইমার্জিং কাপের স্কোয়াড দেব। আমরা এইচপি স্কোয়াড থেকে ২২ জনের একটা দল করে দিয়েছি, যেটা পুরোপুরি অনূর্ধ্ব-২৩ দল। ওদের অনুশীলন শুরু হয়ে যাবে ২৫ ফেব্রুয়ারি থেকে। এর পর যে চারজন জাতীয় দল থেকে আসার কথা ওটা ওয়ানডে দল করার পর ঠিক করব। জাতীয় দলের প্রতিষ্ঠিত, ভালো চার খেলোয়াড় এখানে দিতে পারব আশা করি।’

ইমার্জিং কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে আফগানিস্তান, আরব আমিরাত, নেপাল ও হংকংয়ের জাতীয় দল। টেস্ট খেলুড়ে চারটি দেশ জাতীয় দলের চারজন করে ক্রিকেটার অন্তর্ভূক্ত করতে পারবে।

মূলত ক্রিকেটের শক্তিশালী দেশগুলোর মতো বাংলাদেশের বয়সভিত্তিক দল খুব বেশি সুযোগ পায় না আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার। এই টুর্নামেন্টের মাধ্যমে টাইগারদের বয়সভিত্তিক দলগুলোর সুযোগ হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার। যা হাই পারফরম্যান্স প্রোগ্রামে থাকা ক্রিকেটারদের জন্য ভালো সুযোগ হিসেবে মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া