X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিদেশের মাটিতে ভালো করার আশা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৯

বিদেশের মাটিতে ভালো করার আশা বাংলাদেশের ঘরের মাঠে ধারাবাহিক ক্রিকেট খেলে নিজেদের উন্নতির ছাপ রেখেছে বাংলাদেশ। এই বছর দেশের বাইরে বাংলাদেশের প্রচুর খেলা থাকায় বছরের শুরু থেকেই বিদেশের মাটিতে বাংলাদেশ কেমন খেলে-তা দেখার অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যেই নিউজিল্যান্ড ও ভারতে সিরিজ খেলে শ্রীলঙ্কা সিরিজের অপেক্ষায় আছে বাংলাদেশ। গত দুটি সিরিজে জয় না পেলেও ভালো প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছে বাংলাদেশ।

তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে শুধু প্রতিরোধ গড়া নয়, ফলাফলের দিকে তাকিয়ে নির্বাচকরা। বিশেষকরে টেস্ট ক্রিকেট নিয়ে নির্বাচকরা আশাবাদী বেশি। তাদের প্রত্যাশা নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট এবং ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলার অভিজ্ঞতা শ্রীলঙ্কা সফরে কাজে দেবে।

এ প্রসঙ্গে সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘টেস্টে ও ওয়ানডেতে এটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। সেখানে আমার ভালো করার ব্যাপারে আশাবাদী। টেস্ট স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। হায়দরাবাদে যে স্কোয়াডটা ছিল, সেখান থেকে একটা-দুইটা এদিক-ওদিক হবে। ফিটনেসকে আমরা গুরুত্ব দিচ্ছি। মাঠে পাঁচ দিন খেলার এনার্জির দিকটা বেশি গুরুত্ব দিচ্ছি। সেরা দলটাই আমরা দেওয়ার চেষ্টা করছি।’

শ্রীলঙ্কা সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নান্নু বলেছেন, ‘শ্রীলঙ্কা সফর আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরই মধ্যে বিদেশের মাটিতে তিনটা টেস্ট খেলেছি। এই অভিজ্ঞতায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা আমরা একটু অন্যভাবে নিচ্ছি। বিদেশের মাটিতে আমাদের অনেক ঘাটতি ছিল। এই তিন টেস্টের অভিজ্ঞতা শ্রীলঙ্কায় ভালোভাবে কাজে লাগাতে পারব আশা করি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’