X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

এখনই জাতীয় দলের দায়িত্ব পাচ্ছেন না যোশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৯

এখনই জাতীয় দলের দায়িত্ব পাচ্ছেন না যোশি শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সাকিবদের দায়িত্ব দেওয়া হচ্ছে না তাকে। বাংলাদেশ ‘এ’ দল, একাডেমী দল অথবা হাইপারফরম্যান্স ইউনিটের দায়িত্ব দেওয়া হতে পারে সুনীল যোশিকে।

রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই স্পিন কোচ খুঁজছিল বিসিবি। ভালো মানের কাউকে না পাওয়াতে বোর্ড সাহায্য চেয়েছিল অনিল কুম্বলের। তার মধ্যস্থতায় হায়দরাবাদে যোশির সঙ্গে সাক্ষাৎ হয় বিসিবির পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খানের।

গত ১২ ফেব্রুয়ারি আকরাম খান হায়দরাবাদে জানিয়েছিলেন আসন্ন শ্রীলঙ্কা সফরেই বাংলাদেশের স্পিনারদের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আকরাম খান সুনীল যোশির সঙ্গে কোনও চুক্তি হয়নি বলে জানালেন।

ধারণা করা হচ্ছে যোশি দীর্ঘ সময়ের জন্য চুক্তি করতে চেয়েছিলেন। কিন্তু বিসিবি চেয়েছিল আপাতত শ্রীলঙ্কা সিরিজের জন্য। সবমিলিয়ে তাই সমস্যা তৈরি হওয়াতে আপাতত জাতীয় দলের দায়িত্ব নেওয়া হচ্ছে না ভারতের সাবেক এই স্পিনারের। তবে যোশির সঙ্গে কি নিয়ে ঝামেলা, সেটা স্পষ্ট করে না বললেও আকরাম খানের বক্তব্যে স্পষ্ট চুক্তির মেয়াদ নিয়েই ঝামেলা হয়েছে। এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা যখন ভারত ছিলাম তখন ওর সঙ্গে আমাদের কথা হয়েছে। সে বলেছিল শ্রীলঙ্কা সফরের আগে হয়তো আসতে পারবে। তবে তার চুক্তিতে একটু ঝামেলা হওয়াতে সে একটু সময় পিছিয়েছে।’ সঙ্গে যোগ করলেন, ‘এ জন্য আমরা ওকে শ্রীলঙ্কা সফরে রাখব না। আমরা নিজেরা আলাপ আলোচনা করে ওকে কোথায় রাখব, সেটা ঠিক করব। একাডেমি, হাইপারফরম্যান্স নাকি বাংলাদেশ দলে নিয়োগ দিব, সেটা ঠিক করব।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন