X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট দলে আছেন মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৬

শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট দলে আছেন মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে। সেখানে সর্বশেষ ভারতের বিপক্ষে খেলা দলটাকেই প্রায় রেখেছেন নির্বাচকরা।





মাত্র দুটি পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে। ইনজুরি কাটিয়ে টেস্ট ক্রিকেট ফিরেছেন মুস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর বাংলাদেশ আরও তিনটি টেস্ট খেললেও ছিলেন না মুস্তাফিজ।
সাসেক্সে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন কাটার মাস্টার। গত নিউজিল্যান্ড সিরিজে সীমিত ফরম্যাটের ক্রিকেটে ফিরলেও সাদা পোষাকে মাঠে নামা হয়নি তার। যদিও ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে স্কোয়াডে ছিলেন তিনি।
এদিকে স্কোয়াডে ফিরেছেন আরেক পেসার রুবেল হোসেন। ক্রাইস্টচার্চে চোটজর্জর বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচে পারফরম্যান্স আশাব্যঞ্জক না হওয়াতে ভারত টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।
ভারতের বিপক্ষে ইমরুলের ইনজুরিতে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন এই শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় ৪০ দিনের সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে মুশফিক-মাশরাফিরা। এই সফরেই বাংলাদেশ শততম টেস্ট খেলার সুযোগ পাবে কলম্বো টেস্টে।
১৭ বছরের টাইগারদের শততম টেস্ট ম্যাচটি দরজায় কড়া নাড়ছে। ২০০০ সালের নভেম্বরে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাদা পোশাকে টাইগারদের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল। ৫০ নম্বর টেস্ট ম্যাচটি খেলেছে ২০০৮ সালের ৪-৬ জানুয়ারী ডানেডিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
এদিকে ৭ মার্চ গলে শুরু হবে দুই টেস্টের প্রথমটি। এরপর ১৫ মার্চ কলম্বোতে শুরু হবে বাংলাদেশের শততম টেস্ট।
আগামী ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ক্যাম্প শুরু হবে। ৩দিন ক্যাম্প চলার পর আগামী ২৬ কিংবা ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার কথা মুশফিকদের। সেখানে আসল লড়াই শুরুর আগে ২ থেকে ৩  মার্চ দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথি বাংলাদেশ।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড : মুশফিকুর রহিম, কামরুল ইসলাম রাব্বি, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, রুবেল হোসেন ও শুভাশিষ রায়
/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী