X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কা সফরে পাঁচ পেসার, কিন্তু কেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৩

শ্রীলঙ্কা সফরে পাঁচ পেসার, কিন্তু কেন? শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত টেস্ট স্কোয়াডে পাঁচ পেসারকে রাখা হয়েছে। ভারতের বিপক্ষে ছিলেন তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায় ও শফিউল ইসলাম। শ্রীলঙ্কা সফরে মুস্তাফিজুর রহমানকে জায়গা দিয়ে নির্বাচকরা বাড়িয়েছেন আরও একজন পেসার।

মুস্তাফিজ ফিট হওয়াতে তার সুযোগ পাওয়াটা অনুমিতই ছিল। শুধুমাত্র শফিউলের বদলে জায়গা পেয়েছেন রুবেল হোসেন।

শ্রীলঙ্কায় স্পিন সহায়ক উইকেট হলেও বাংলাদেশের স্কোয়াডে এত পেসার দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দুই টেস্টের স্কোয়াডে পাঁচ পেসার কেন? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে গল ও কলম্বোর উইকেটে ব্যাপক পরিবর্তন হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা গলে সর্বশেষ যে টেস্ট খেলেছে, সেখানে পেসারদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি।

এ প্রসঙ্গে নান্নু বলেছেন, ‘গলে স্পিনারদের ওপর সব সময় নির্ভর করা যায় না। শ্রীলঙ্কার গলে ঘাসের উইকেট থাকতে পারে। ওরা স্পোর্টিং ট্র্যাক দিলে হয়তো তিনটা সিমার নিয়ে খেলতে হতে পারে। এখান থেকে বসে বলা সম্ভব নয় আমরা কোন ধরনের উইকেট পাচ্ছি। এছাড়া পি সারাতে সব সময়ই জানি টার্নিং উইকেট হয়। সেই হিসেবে গলেরটা কিন্তু ভিন্ন হবে।’ তিনি আরও যোগ করেন, ‘হোম কন্ডিশনে তারা কিভাবে উইকেট বানাবে, এটা আমরা এখান থেকে বসে ভাবতে পারব না। ওদের নিজস্ব একটা প্ল্যান নিশ্চয় থাকবে। আমরা চেষ্টা করেছি সবকিছু বিবেচনা করে দলটা বানাতে।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ২ থেকে ৩ মার্চ দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের কথা বিবেচনা করেও পেসারদের অন্তর্ভূক্তিটা বেশি হয়েছে বলে জানান প্রধান নির্বাচক, ‘পাঁচ পেসার নেওয়ার একটা যুক্তি আছে। আমাদের দুই দিনের একটা প্রস্তুতি ম্যাচও আছে। শ্রীলঙ্কার কন্ডিশন আমাদের এখান থেকে অনেক ইউনিক। আগেরবার রবিউল ইসলামকে  নিয়ে বাজে একটি অভিজ্ঞতা ছিল। প্রস্তুতি ম্যাচ খেলার পর টেস্টের প্রথম দিন থেকেই তার সমস্যা হচ্ছিল। আমাদের পেসারদের এক সঙ্গে অনেক ওভার বল করার ক্ষমতা কম। তাই এই সব কিছু বিবেচনা করে আমরা পাঁচ পেসার অন্তর্ভূক্তি করেছি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ