X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৭

দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ব্যাখ্যা দিয়েছেন দল নির্বাচন নিয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ, সেখানে খুব বেশি পরিবর্তন হয়নি। ভারতের বিপক্ষে সর্বশেষ স্কোয়াডে থাকা শফিউলের জায়গায় সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। সেই সঙ্গে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আর ইমরুল জায়গা হারালেও শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টেই তার ফেরার জোর সম্ভাবনা রয়েছে।

মুস্তাফিজের প্রসঙ্গে প্রধান নির্বাচক নান্নু বলেছেন, ‘আগের চেয়ে মুস্তাফিজের এখন যথেষ্ট উন্নতি হয়েছে। বিসিএলে মুস্তাফিজকে দুটি ম্যাচ খেলানোর ফলে ফিটনেসের অবস্থা বুঝতে সুবিধা হয়েছে। প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে তার উন্নতি ছিল যথেষ্ট ভালো। বোলিংও অনেক ভালো করেছে। আমার মনে হয়েছে তিন ফরম্যাট খেলতে মুস্তাফিজের কোনও অসুবিধা হবে না।’

প্রথম টেস্টে ইমরুল না থাকাতে ব্যাকআপ ওপেনার হিসেবে দলে কেবলমাত্র লিটন কুমার দাস। সেক্ষেত্রে মুশফিক কিপিং করলে লিটনের খেলার সম্ভাবনা একদমই নেই। লিটনের ব্যাপারে নান্নু বলেছেন, ‘লিটনকে ব্যাকআপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে। তবে আমার মনে হচ্ছে ইমরুল অবশ্যই ফিটনেস টেস্টে উতরে যাবে। এখন দেখার বিষয় দ্বিতীয় ম্যাচ খেলার পর ওর অবস্থাটা কি দাঁড়ায়।’

তিনি আরও যোগ করেন, ‘কিপিং নিয়ে প্রশ্ন হলে সোহান অনেক ভালো উইকেটরক্ষক। কিন্তু যদি ব্যাটিং বিষয়টি সামনে আনেন, সেক্ষেত্রে এগিয়ে লিটন। লিটনকে আমরা ভালো ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভূক্ত করেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিটন ইনজুরিতে পড়ার আগে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবেই দলে ছিল। লিটনের কিপিংয়ের ব্যাপারে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। এ জন্যই তাকে আমরা সুযোগ দিয়েছি।’

মুশফিকের কিপিং নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট থেকেই। তারপরও মুশফিকের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। মুশফিকের পক্ষেই সাফাই গাইলেন প্রধান নির্বাচক, ‘বিষয়টি নিয়ে এখনও আলোচনা হয়নি। মুশফিক আমাদের নাম্বার ওয়ান উইকেটরক্ষক। আমার মনে হয় তিনটি পজিশনের কোনোটিতেই মুশফিকের অসুবিধা নেই। এখন নিজে থেকে যদি মুশফিক কিছু না বলে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই।’

শফিউল ভালো খেলেই দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু কোনও ম্যাচ না খেলেই আবার বাদ পড়তে হলো অভিজ্ঞ এই পেসারকে। যদিও ফিটনেসের ‘অজুহাত’ দাঁড় করিয়ে তাকে বাদ দিয়ে রুবেলকে অন্তর্ভূক্ত করা হয়েছে। নান্নুর ভাষায় যা এমন, ‘শফিউলের হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচ খেলার পর একটু সমস্যা হয়েছে। ওখানে ওর টেস্ট করা হয়েছে। তা ছাড়া আমরা ওর ফিটনেস নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নই। সেই হিসেবে বিসিএলের ম্যাচের জন্য ওকে আমরা ছেড়ে দিচ্ছি। এখন ওর ফিটনেসের লেভেলটা দেখতে হবে।’

রুবেলের বিসিএলের পারফরম্যান্সে খুশি নির্বাচকরা। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সুযোগ দেওয়া হয়েছে অভিজ্ঞ এই পেসারকে, ‘রুবেল বিসিএলে পর পর তিনটি ম্যাচ খেলেছে। সেখানে ভালো বোলিং করেছে। বিশেষকরে তৃতীয় রাউন্ডে অসাধারণ বোলিং করেছে। আমার মনে হয় ওর এখন ক্ষমতা আছে টেস্ট ক্রিকেটকে কিছু দেওয়ার।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন