X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তুষার-কাপালীকে নিয়ে ভিন্ন ভাবনা নির্বাচকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৫

তুষার ইমরান অলক কাপালী ও তুষার ইমরান জাতীয় দলের বিবেচনাতে নেই। কাপালী সর্বশেষ ২০০৬ এবং তুষার সর্বশেষ ২০০৭ সালে টেস্ট খেলেছিলেন। তারপর আর কখনোই সাদা পোশাকে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তাদের।

গত কয়েক মৌসুম ধরেই অসাধারণ খেলে চলেছেন জাতীয় দল থেকে বাদ পড়া অভিজ্ঞ ক্রিকেটার তুষার ইমরান ও অলক কাপালি। দুজনই প্রথম শ্রেণির ক্রিকেটে আছেন একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার মিশনে। দুই দিন আগে তুষার প্রথম শ্রেণির ক্রিকেটে ৯,০০০ রান করেছেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে। তার আগে গত জাতীয় লিগে সবচেয়ে বেশি সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন অলক কাপলি। অবশ্য তিন ম্যাচ পরই সেই রেকর্ড নিজের করে নিয়েছেন তুষার।

এমন সাফল্যের পরও কাপালী ও তুষার বিবেচনাতে নেই জাতীয় দলে। কাপালী সর্বশেষ ২০০৬ এবং তুষার সর্বশেষ ২০০৭ সালে টেস্ট খেলেছিলেন। তারপর আর কখনোই সাদা পোশাকে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তাদের।

যদিও তরুণদের সঙ্গে জাতীয় দলে ফেরার লড়াইটা এখনও ভালোভাবে চালিয়ে যাচ্ছেন এই দুই মিডল অর্ডার ব্যাটসম্যান। কিন্তু প্রধান নির্বাচক বলছেন উল্টো কথা। ঘরোয়া ক্রিকেটের মান ভালো হওয়ার কারণেই তারা রান করছে। বিশেষকরে বিকেএসপির মতো ফ্ল্যাট উইকেটে রান করাটা সহজ কাজ বলেই মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

যদিও এই ধরনের ক্রিকেটারদের জন্য ‘এ’ দল কিংবা হাইপারফরম্যান্স দলের হয়ে সফর করার ব্যবস্থা না হওয়াতে হতাশা ব্যক্ত করেন তিনি। তার ধারণা এই ধরনের সফরে খেলার ফলে জাতীয় দলে তারা খেলার মতো কতটা ফিট-সেই ব্যাপারে জানা সম্ভব হতো। নান্নু বলেছেন, “আমাদের ‘এ’ দলের সফর হচ্ছে না অনেকদিন ধরে। সেই সঙ্গে গত এক বছরে এইচপির কোনও প্রোগ্রাম নেই। ঘরোয়া ক্রিকেট থেকেই এখানে খেলোয়াড়গুলো আসে। আমাদের ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু খেলোয়াড় কিছুদিন ধরেই অসাধারণ পারফরম্যান্স করছে। বিশেষকরে তুষার ইমরান ও অলক কাপালি। এদেরকে কিন্তু একটা প্লাটফর্ম আমাদের দিতে হবে। অবশ্যই এরা আমাদের নজরে আছে। বয়সের জন্য তাদেরকে আমরা আমাদের নজরের বাইরে নিয়ে যাইনি।” সঙ্গে যোগ করলেন, “ওদেরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে হলে অবশ্যই ‘এ’ টিম কিংবা এইচপি টিমের হয়ে কোনও সফর করতে হবে। দেখতে হবে তাদের পজিশন কোথায়। তারা জাতীয় দলে খেলতে কতটা ফিট।”

অলক কাপালী তিনি আরও যোগ করেন, ‘আমরা আমাদের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে সব সময় আলোচনা করি। বিকেএসপিতে যে উইকেটে খেলা হয়, পৃথিবীর আর কোনও দেশে এমন ফ্ল্যাট উইকেটে খেলা হয় না। যে সব খেলোয়াড়রা রান করছে, তাদেরকে সুযোগ দিতে গেলে অন্য একটা ফ্লাটফর্ম আগে তৈরি করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা তাদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার স্বক্ষমতা দেখতে পারব।’

প্রধান নির্বাচক একরকম নিশ্চিত করে দিয়েছেন আপাতত যত রানই করুন না কেন অলক-তুষাররা, তাদেরকে নিয়ে জাতীয় দলের ভাবনা নেই নির্বাচকদের, “এখন ২৪ জন খেলোয়াড়দের একটা পুল আছে। সেখান থেকেই আমরা জাতীয় দলের খেলোয়াড়দের বিবেচনা করছি। আমার মনে হয় ‘এ’ দলের সফরটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এই সব খেলোয়াড়কে সুযোগ করে দিতে পারব।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!