X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘সমালোচিত’ মেসি জবাব দিতেই গোল উদযাপন করেননি!

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৬

দ্বিতীয় গোলটির পর মেসি ছিলেন নির্বিকার লেহানেসের বিপক্ষে লা লিগায় জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। প্রতিপক্ষ ব্যবধান কমালে শেষটি ছিল দলকে জেতানো গোল। কিন্তু পেনাল্টিতে বার্সেলোনার ওই লক্ষ্যভেদী শটের পর মেসিকে দেখা গেছে নির্বিকার। আর এনিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। সবার মনে প্রশ্ন- কেন গোলটি উদযাপন করেননি মেসি?

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর নির্বিকার মনোভাবের কারণ স্পষ্ট করেননি বার্সা কোচ লুই এনরিকে। তিনি বল ঠেলে দেন মেসির দিকেই। কিন্তু ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের জাতীয় দলের কোচ এদগার্দো বাউসার দাবি- সমালোচনার কারণেই গোল উদযাপন করেননি ‘ক্ষুব্ধ’ মেসি।

আর্জেন্টিনা কোচের মতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিস সেন্ত জার্মেইর মাঠে ৪-০ গোলে বার্সার হারের পর কড়া সমালোচনা শুনতে হয়েছে মেসিকে। ভক্তরা তো বটেই, সাবেক ফুটবল তারকারাও ছাড়েননি তাকে। ম্যানইউর সাবেক রিও ফার্ডিনান্ডের বক্তব্য ছিল, ‘ওখানে তার পারফরম্যান্স ছিল দুর্বল। কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল সে।’ লিভারপুলের সাবেক তারকা স্টিভেন জেরার্ড বলেছিলেন, ‘তার চেষ্টা একেবারেই শূন্যের পর্যায়ে ছিল।’

এসব সমালোচনার জবাব মেসি কয়েকদিন পর দিয়েছেন ভালোভাবেই। লেহানেসের বিপক্ষে তার গোলেই জিতেছে বার্সা। কিন্তু মনটা বিষণ্ন ছিল তার। আর সেটাই সবার সামনে তুলে ধরলেন বাউসা, ‘আমি মনে করি পিএসজির ম্যাচের পর সে অনেক সমালোচিত হয়েছে। তারই প্রতিক্রিয়া দেখিয়েছে সে। আমি লক্ষ করেছি গোল করার সময় ও খুব রেগে ছিল।’

লেহানেসের বিপক্ষে ন্যু ক্যাম্পের ম্যাচে শুধু মেসিরই মন খারাপ ছিল তা নয়। দলকে জেতানো গোলটি হওয়ার পর উল্লাস করতে দেখা যায়নি জেরার্দ পিকেকে, এমনকি ডাগআউটে এনরিকেও ছিলেন অচেনা। কারণ তিনিও উদযাপন করেননি। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ