X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তৃতীয় দিন শেষে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের দাপট

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪০

তৃতীয় দিন শেষে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের দাপট দক্ষিণাঞ্চলের বিপক্ষে হার এড়াতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে উত্তরাঞ্চলকে। বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষে স্কোর বলছে এ কথা। অন্য ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে বেশ স্বস্তিতে মধ্যাঞ্চল। তবে ড্রয়ের সম্ভাবনা জাগাচ্ছে ফতুল্লার এ ম্যাচ।

সাভারে মঙ্গলবার দারুণ কাটিয়েছেন নাহিদুল ইসলাম। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট নেন দক্ষিণাঞ্চলের এ বোলার। উত্তরাঞ্চল সকালেই হারায় নাসির হোসেনকে। দ্রুত কিছু রান নিয়ে প্রতিপক্ষকে কাউন্টার অ্যাটাকে ফেলার চেষ্টা করেছিলেন ধীমান ঘোষ। তবে ৭৪ বল খেলে ৬৭ রানে আউট হন তিনি। উত্তরাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয় ২৪২ রানে। দক্ষিণের ৫০১ রানের জবাবে ফলো-অন এড়াতে এ স্কোরবোর্ড যথেষ্ট ছিল না।

ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে বেশ ভালো খেলছে উত্তরাঞ্চল। ২ উইকেটে ১৫৪ রানে দিন শেষ করেছে তারা। দলের ২৫ রানে নাজমুল হোসেন ক্রিজ ছাড়েন। দ্বিতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিক ও ফরহাদ হোসেন জুটি গড়েন ৮২ রানের। দিন শেষে ফরহাদ অপরাজিত ছিলেন ৬২ রানে এবং ২৪ রানে খেলছিলেন নাঈম ইসলাম। জিততে হলে চতুর্থ ও শেষদিন ৮ উইকেট নিতে হবে দক্ষিণাঞ্চলকে।

পূর্বাঞ্চলের বিপক্ষে বেশ দাপুটে অবস্থায় আছে মধ্যাঞ্চল। ম্যাচের দ্বিতীয় দিন ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং ধসের ইঙ্গিত দিয়েছিল পূর্বাঞ্চল। কিন্তু ইয়াসির আলী ও আবুল হাসান সকালে প্রতিরোধ গড়েন। সপ্তম উইকেটে তারা করেন ৭২ রান। ২ রানের জন্য আবুল হাফসেঞ্চুরিবঞ্চিত হন। ইয়াসির ৪৮ রানে অপরাজিত থাকলেও পূর্বাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয় ২১১ রানে।

প্রথম ইনিংসে ৩২৮ রান করা মধ্যাঞ্চল ১১৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে। ৫ উইকেট হাতে রেখে তারা দিন শেষ করেছে ২৬৬ রানে। মধ্যাঞ্চল এগিয়ে ৩৮৩ রানে। মার্শাল আইয়ুব করেছেন ৭৩ রানে। তাইবুর রহমান ৫৫ ও নুরুল হাসান ৩২ রানে খেলছিলেন। সূত্র- ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

সাভারের বিকেএসপি ৪ নম্বর মাঠে,

দক্ষিণাঞ্চল: ৫০১

উত্তরাঞ্চল: ২৪২ ও ৬১ ওভারে ১৫৪/২ (ফ/অ)

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে,

মধ্যাঞ্চল: ৩২৮ ও ৬৭ ওভারে ২৬৬/৫

পূর্বাঞ্চল: ২১১

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া