X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকাকে থামাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৬

ট্রেন্ট বোল্টের উল্লাস থামানোই যাচ্ছিল না দক্ষিণ আফ্রিকাকে। ওয়ানডেতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল প্রোটিয়ারা। টানা ১২ ম্যাচ যে হারেনি তারা। দুরন্ত গতিতে ছোটা সেই দক্ষিণ আফ্রিকাকে এবার থামাল নিউজিল্যান্ড।

প্রোটিয়াদের হারের দিনে রেকর্ডের ডালি সাজিয়েছেন রস টেলর। কিউই এই ব্যাটসম্যান সেঞ্চুরি করে আগেই গড়ে দিয়েছিলেন ভিত। যে ভিতের ওপর দাঁড়িয়ে ট্রেন্ট বোল্ট নিশ্চিত করেন কিউইদের ৬ রানের জয়। এই জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। কিউইরা প্রথমে ব্যাট করে টেলরের হার না মানা ১০২ রানের ওপর ভর দিয়ে ৫০ ওভার শেষে ৪ উইকেটে স্কোরে জমা করে ২৮৯ রান। জবাবে তীরের কাছে গিয়েও ডুবেছে প্রোটিয়াদের তরী। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সফরকারীরা করেছে যে ২৮৩ রান!

বোল্ট প্রমাণ করলেন কেন দিন দুয়েক আগের আইপিএল নিলামে তাকে নিয়ে এত আগ্রহ ছিল ফ্রাঞ্চাইজিগুলোর। শেষ মুহূর্তে তার দুর্দান্ত বোলিংয়েই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ভয়ঙ্কর হয়ে উঠা ডোয়াইন প্রিটোরিয়াস ঝোড়ো ইনিংস খেলে জয়ের বন্দরে প্রায় পৌঁছে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। ৪৯তম ওভারে এই অলরাউন্ডারকে বোল্ড করে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন বোল্ট। প্রিটোয়াস খেলেন ২৭ বলে ৫০ রানের কার্যকরী ইনিংস। আর বোল্ট তার ১০ ওভার শেষ করেন ৬৩ রান খরচায় নামের পাশে ৩ উইকেট যোগ করে।

অথচ এই জয়টা কতটাই না সহজে পেতে পারতো নিউজিল্যান্ড। ২১৪ রানে দক্ষিণ আফ্রিকা হারিয়েছিল ৮ উইকেট। ওই জায়গা থেকে তারা হেরেছে মাত্র ৬ রানে। কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেননি প্রোটিয়াদের টপ অর্ডার ব্যাটসম্যানরা। কুইন্টন ডি কক ৫৭ রানের ইনিংস খেললেও হাশিম আমলা (১০), ফাফ দু প্লেসিস (১১), জেপি দুমিনি (৩৪) ও এবি ডি ভিলিয়ার্স (৪৫) ভালো শুরু করেও পারেননি ইনিংস লম্বা করতে।

এর আগে নিউজিল্যান্ড লড়াই করার মতো পুঁজি দাঁড় করায় টেলরের সেঞ্চুরিতে। নিউজিল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক (১৭টি) বনে যাওয়ার পথে তিনি খেলেন হার না মানা ১০২ রানের ইনিংস। ১১০ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৮ চারে। শুধু তাই, মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে কিউই এই ব্যাটসম্যান সেঞ্চুরি পূরণ করেছেন টেস্ট খেলা সব দলের বিপক্ষে। তার রেকর্ডময় ম্যাচে হাফসেঞ্চুরি পূরণ করেছেন কেন উইলিয়ামসন ও জেমস নিশাম। অধিনায়ক উইলিয়ামসন ৬৯ রান করে আউট হলেও নিশাম অপরাজিত ছিলেন ৭১ রানে। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৮৯/৪ (টেলর ১০২*, নিশাম ৭১*, উইলিয়ামসন ৬৯, ব্রাউনলি ৩৪; প্রিটোরিয়াস ২/৪০)।

দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ২৮৩/৯ (ডি কক ৫৭, প্রিটোরিয়াস ৫০, ডি ভিলিয়ার্স ৪৫; বোল্ট ৩/৬৩, স্যান্টনার ২/৪৬)।

ফল : নিউজিল্যান্ড ৬ রানে জয়ী।

ম্যাচসেরা : রস টেলর।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা