X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় ভালো করতে মুখিয়ে আছেন তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৩


শ্রীলঙ্কায় ভালো করতে মুখিয়ে আছেন তাসকিন শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকিয়ে তাসকিন আহমেদ। তার বিশ্বাস ব্যাক্তিগত ও দলীয়ভাবে এই সিরিজটি ভালো যাবে। নিজেকে সেভাবেই প্রস্তুত রাখতে চাচ্ছেন তরুণ এই পেসার।

৭ মার্চ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। বাংলাদেশ দল চলতি মাসের ২৭ তারিখে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে। তার আগে শুক্রবার থেকে টাইগারদের শুরু হবে সংক্ষিপ্ত ক্যাম্প। ইতিমধ্যে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই স্কোয়াড নিয়েই শুরু হবে টাইগারদের সংক্ষিপ্ত এই ক্যাম্পটি।

বুধবার স্কোয়াডে সুযোগ পাওয়া বেশ কয়েকজন ক্রিকেটার বিচ্ছিন্নভাবে অনুশীলন শুরু করেছেন। তাদের মধ্যে একজন তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলে কক্সবাজারে ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। এদিন অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন তরুণ এই পেস তারকা।

গত তিন বছর ধরে জাতীয় দলের সদস্য হয়ে থাকা তাসকিন এখনও শ্রীলঙ্কা সফর করেননি। এবারই প্রথম তিনি শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। যদিও ২০১৫ সালে ঘরের মাঠে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে মাঠে নেমেছিলেন দ্রুত গতির এই পেসার। ওই ম্যাচ উইকেটশূন্য ছিলেন তিনি।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি হন তাসকিন। তারই প্রধান কিছু অংশ বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তুলে ধরা হল :-

ফিটনেস কেমন এই মুহূর্তে?

তাসকিন : আল্লাহর রহমতে ভালো আছি। অনেক কিছু মেনে চলতে হচ্ছে। ফিট থাকা কঠিন একটা কাজ। টি-টোয়েন্টি ও ওয়ানডের চেয়ে টেস্টে অনেক বেশি চাপ পড়ে।

দীর্ঘ পরিসরের ক্রিকেটে বেশি খেলার অভ্যাস নেই। কিভাবে মানিয়ে নিচ্ছেন?

তাসকিন : শারীরিকভাবে ফিট থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ মানসিকভাবে শক্ত থাকা। আমি তাই শারীরিকভাবে শক্ত থাকার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টাও করছি। সিনিয়রদের সঙ্গে কথা বলছি। মাশরাফি ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। সবচেয়ে বড় কথা হলো মানসিকভাবে শক্ত থাকা।

গত কয়েক টেস্টে নিজের পারফরম্যান্স কিভাবে ব্যাখ্যা করবেন?

তাসকিন : ব্যক্তিগতভাবে খুব খুশি না। কিন্তু সবচেয়ে বড় কথা দুঃখজনকভাবে তিনটা টেস্টই হেরেছি। আমি তিনটাতেই খেলেছি। আশা করি সামনে সব কিছু ভালো হবে, এমন প্রত্যাশা নিয়েই শ্রীলঙ্কা যাব। 

দলে জায়গা পেতে পেসারদের প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়। বিষয়টিকে কিভাবে দেখছেন?

তাসকিন : প্রতিযোগিতা থাকবেই। প্রতিযোগিতা যত বেশি থাকবে, বাংলাদেশের পেস বিভাগ তত শক্তিশালী হবে। কে খেলবে, কে খেলবে না, সেটা নিয়ে ভাবছি না। আমরা চেষ্টা করছি নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুতি নিতে। সুযোগ পেলে আমরা আমাদের সেরাটা ঢেলে দিব।

অনেক ওভার বোলিং করেছেন, নিজের কাছে কেমন মনে হয়েছে?

তাসকিন : আল্লাহর রহমতে অনেক ভালো মনে হয়েছে। প্রতিটি ম্যাচে আমি ৩০ ওভার, ৩৫ ওভার বোলিং করেছি। আগের চেয়ে ভালো না হলে এটা করতে পারতাম না। পেসাররা আসলে কখনোই শতভাগ ফিট থাকতে পারে না। কিছু হলেও ব্যথা থাকেই। আমাদের ভালো ট্রেনার আছে, তারা পরামর্শ দিচ্ছেন। এভাবে চলতে থাকলে আশা করি, সামনে আরও বেশি বোলিং করতে পারবো। 

শ্রীলঙ্কায় ইতিবাচক ফল কতটা আশা করছেন?

তাসকিন : শেষ কয়েকটি সিরিজের ভুলগুলো সামনে শোধরাতে চাই। সেটা পারলে আশা করি শ্রীলঙ্কায় ভালো ফলাফল হবে। আমিও ব্যক্তিগতভাবে শ্রীলঙ্কা ভালো কিছু করতে চাই।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না