X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মধ্যাঞ্চলের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫০

ম্যাচসেরার পুরস্কার হাতে মোহাম্মদ শরীফ চতুর্থ রাউন্ড খেলতে নামার আগে পয়েন্ট টেবিলে সবার নিচে ছিল ওয়ালটন মধ্যাঞ্চল। চতুর্থ রাউন্ডের প্রথম দিনেও নিজেদের খুঁজে পায়নি গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু দ্বিতীয় দিন থেকেই ভোজবাজির মত পাল্টে যায় মধ্যাঞ্চলের শারীরিক ভাষা। পেসার মোহাম্মদ শরীফ হয়ে উঠেন ব্যাটসম্যান। তার ৭০ রানের ওপর ভর দিয়ে প্রথম ইনিংসে ৩২৮ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় মধ্যাঞ্চল। ওই ইনিংসে নুরুল হাসানও খেলেছেন ৬৫ রানের ইনিংস।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বোলাদের মধ্যে আবু জায়েদ সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া সাকলাইন সজিব ও আফিফ হোসেন নিয়েছেন দুটি করে উইকেট।

জবাবে পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংসে শরীফের বোলিং তোপে পড়ে ২১১ রানেই অলআউট হয়ে যায়। দলের পক্ষে ইয়াসির আলী ও আবুল হাসান প্রত্যেকেই ৪৮ রানের ইনিংস খেলেছেন। মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে শরীফ চারটি এবং শুভাগত ও মোশাররফ রুবেল দুটি করে উইকেট নিয়েছেন।

১১৭ রানে এগিয়ে থেকে ওয়ালটন মধ্যাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। চতুর্থ দিনের সকালে ৭ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন মার্শাল আইয়ু্ব। এছাড়া তাইবুর রহমান ৫৭ ও নুরুল হাসান ৪৫ রান করেছেন। পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে এবাদত হোসেন, অলক কাপালি ও মুমিনুল হক প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

৪০০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১৭২ রানেই অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেছেন অলক কাপালি। যার ফলে ২৭৭ রানের ব্যবধানে ম্যাচ জেতে ওয়ালটন মধ্যাঞ্চল। মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে শুভাগত হোম সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ শরীফ, তাইবুর পারভেজ ও কামরুল ইসলাম রাব্বি প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যাচসেরা পুরস্কার পান ওয়ালটন মধ্যাঞ্চলের পেসার মোহাম্মদ শরীফ।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ