X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফরহাদ-নাঈম বাঁচালেন উত্তরাঞ্চলকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৫

ম্যাচসেরার পুরস্কার হাতে তুষার ইমরান বিসিবি উত্তরাঞ্চলের দুই মিডল অর্ডার ব্যাটসম্যান ফরহাদ হোসেন ও নাঈম ইসলামের দৃঢ়তায় প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে হার ঠেকায় তারা। ফলোঅনে পড়েও ম্যাচটি ড্র করেছে উত্তরাঞ্চল।

আগে ব্যাটিং করা দক্ষিণাঞ্চল তুষার ইমরানের ডাবল সেঞ্চুরিতে ৫০১ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। তুষার ৩৬৯ বলে ২২ চার ও ৩ ছক্কায় ২২০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। এই রাউন্ডে প্রথম শ্রেণির ক্রিকেট ৯ হাজার রান পূর্ণ করা তুষারই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ। এছাড়া সানজামুল ইসলাম ও নাসির হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

বিসিবি উত্তরাঞ্চল তাদের প্রথম ইনিংসে ২৪২ রান অলআউট হয়ে ফলোঅনে পড়ে। ফরহাদ হোসেন ও ধীমান ঘোষের হাফসেঞ্চুরিতে এই সংগ্রহ দাঁড় করায় উত্তরাঞ্চল। এখানে কৃতিত্ব দক্ষিণাঞ্চলের বোলারদের। নাহিদুল ইসলামের ৫ উইকেট এবং আব্দুর রাজ্জাকের ৩ উইকেটেই ব্যাটিং লাইনআপ ভেঙে যায় উত্তরাঞ্চলের।

২৫৯ রান পিছিয়ে থেকে বিসিবি উত্তরাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। কিন্তু ২৫ রানে প্রথম উইকেট হারিয়ে হারের শঙ্কাটা জাগিয়ে তুলেছিল উত্তরাঞ্চল। যদিও তাদের আশার আলো দেখান ফরহান ও নাঈম। তৃতীয় উইকেটে তারা ১৩৬ রানের জুটি গড়েন। ফরহাদ ব্যক্তিগত ১১৯ রানে আউট হলে আবারও শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত নাঈম ইসলামের অপরাজিত ১২৯ রানে হার এড়াতে সক্ষম হয় বিসিবি উত্তরাঞ্চল।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দক্ষিণাঞ্চলের পেসার নাহিদুল ইসলাম ৫ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার চতুর্থবারের মতো ৫ উইকেট প্রাপ্তি। এছাড়া মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন ও আব্দুর রাজ্জাক একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়