X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টাইগারদের লঙ্কা-বধের প্রস্তুতি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৮

অনুশীলনের ফাঁকে মাশরাফি-সৌম্য-তাসকিন শ্রীলঙ্কার আবহে শুক্রবার পেসাররা অনুশীলন করেছেন মিরপুরের ইনডোরে। ন্যাড়া উইকেটে টানা বোলিং করে গেছেন রুবেল-মুস্তাফিজ। শুক্রবার থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। শনিবারও একই ধারায় অনুশীলন করবে বাংলাদেশ।

২০১৩ সালের শ্রীলঙ্কা সফরের সুখস্মৃতি নিয়ে অনুশীলন শুরু করেছে মুশফিক-মাশরাফিরা। সেবার শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছিল। দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে হারলেও দারুণ লড়াই করেছিল লাল-সবুজরা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে অবশ্য হেরেছিল বাংলাদেশ।

সীমিত ওভারের ক্রিকেটে মাশরাফি বাংলাদেশের অধিনায়ক হওয়ার পর এই প্রথম শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। তার নেতৃত্বে ২০১৫ সাল অবিশ্বাস্য ভালো কেটেছে বাংলাদেশের। পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার মতো বড় বড় দলগুলোকে মাটিতে নামিয়ে এনেছে। সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বলেই শ্রীলঙ্কা-বধের স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

শুধু তাই নয়, গত তিন বছরে বাংলাদেশের ক্রিকেটে উন্নতির ছাপ স্পষ্ট। কিন্তু বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় অবসরে যাওয়াতে শক্তির জায়গা কিছুটা কমে গেছে।

যদিও বাংলাদেশকে আগে লড়তে হবে সাদা পোশাকে। এই ফরম্যাটে বাংলাদেশ ততটা ভালো ক্রিকেট না খেললেও গত ৫-৬টি টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স আশা জোগাচ্ছে। এছাড়া ২০১৩ সালে গল টেস্টের সুখস্মৃতি তো আছেই।

শ্রীলঙ্কার অনভিজ্ঞতা ও আগের সুখস্মৃতি মিলে ইতিবাচক বাংলাদেশ এই সুযোগগুলোই নিতে চাইছে। এমন সমীকরণ সামনে রেখে আগামী ২৭ ফেব্রুয়ারি কলম্বোর উদ্দেশে বিমানে চাপবে বাংলাদেশ। ২-৩ মার্চ দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে ৭ মার্চ থেকে আসল লড়াই শুরু করবে দুই দল।

সকাল ১০টায় মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করে ১৩ জন ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ দুবাইয়ে পিএসএল খেলছেন, এই তিন ক্রিকেটার দুবাই থেকে সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।

শুক্রবার সকালে এই ১৩ ক্রিকেটারকে নিয়ে আলাদা আলাদা করে ফিটনেসের পরীক্ষা নেন ফিজিও ভিল্লাভারায়েন। এরপর মিরপুরের জিমনেশিয়ামে ক্রিকেটাররা জিম করে সময় কাটান। নামাজের বিরতির পর দুপুর ২টা থেকে দ্বিতীয় দফা অনুশীলন শুরু করেন বাংলাদেশের ক্রিকেটাররা।

দুপুর থেকেই ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের ঘাম ঝড়াতে হয়েছে। মোসাদ্দেক-লিটন-সৌম্য একের পর এক বল খেলে যাচ্ছেন। তার পাশেই আর একটি ন্যাড়া উইকেটে বলের পর বলে করে যাচ্ছেন মুস্তাফিজ-রুবেল। দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না আসলে কী হচ্ছিল সেখানে। অনুশীলন শেষে জানা গেল শ্রীলঙ্কা সফরের কথা মাথায রেখেই এমন উইকেটে প্রস্তুতি চলছে বাংলাদেশের ক্রিকেটারদের। এই দুই পেসার বোলিং করলেও তাসকিন ও রাব্বিকে বোলিং করতে দেখা যায়নি।

এদিকে স্পিনারদের সামলাতে ব্যাটিং পরামর্শক সামরাবিরা তার শিষ্যদের নিয়ে কঠোর অনুশীলন করেছেন। মুশফিক, সাব্বির, লিটন, মোসাদ্দেক, সৌম্য, মুমিনুল ও মিরাজ কেউই বাদ যাননি তার ক্লাস থেকে।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা