X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এক যুগ পর ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার টেস্ট জয়

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৮

ও’কিফের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসেও কুপোকাত ভারত অসাধারণ ও অনবদ্য এক বোলিং নৈপুণ্য দেখালেন স্টিভ ও’কিফ। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে এসে খেললেন অবিস্মরণীয় এক ইনিংস। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ভারতকে অসহায় বানিয়ে ছেড়েছেন তিনি। একই সঙ্গে এক যুগ পর ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন বহু আকাঙ্ক্ষিত জয়। দেশের মাটিতে অপ্রতিরোধ্য বিরাট কোহলির দলকে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারাতে মাত্র তিনদিন লেগেছে অজিদের। এ জয়ে চার ম্যাচে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে ১-০ তে এগিয়ে থাকল সফরকারীরা।

জিততে হলে রেকর্ড ভাঙতে হতো ভারতকে। স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪১ রানের। তৃতীয় দিন দ্বিতীয় সেশনে খেলতে নামে স্বাগতিকরা। হাতে প্রায় তিনদিন, ধীরেসুস্থে খেলতে চেয়েছিল তারা। কিন্তু প্রথম ইনিংসের ‘ভয়ঙ্কর’ ও’কিফকে এবারও সামলাতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। এক সেশনের একটু বেশি সময় খেলেই গুটিয়ে যায়। দুই ইনিংস মিলিয়েও তারা অস্ট্রেলিয়ার এক ইনিংসের সমান রান করতে পারেনি। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৬০ রান করে, আর ভারতের দুই ইনিংস মাত্র ১০৫ ও ১০৭ রানের।

প্রায় সাড়ে চারশ রানের লক্ষ্যে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। ১০ রানে প্রথম উইকেট হারায় তারা। মুরালি বিজয়কে এলবিডব্লিউ করেন ও’কিফ। পরের ওভারেই নাথান লিয়নের কাছে একইভাবে উইকেট হারান লোকেশ রাহুল। দুই ওপেনার সাজঘরে ফেরার পর বিরাট কোহলিকে নিয়ে ৩১ ও আজিঙ্কা রাহানের সঙ্গে ৩০ রানের জুটি গড়েন চেতেশ্বর পূজারা।

ওই দুটি জুটিতেই যা একটু প্রতিরোধ করে স্বাগতিকরা। আর বোলিং প্রান্তে উৎসব করতে থাকেন ও’কিফ। বাঁহাতি এ স্পিনার একে একে সাজঘরে ফেরাতে থাকেন ভারতের ‘শক্তিশালী’ ব্যাটসম্যানদের। রবিচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে এক টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

মুরালি বিজয়কে ফিরিয়ে শুরুটা করেন ও’কিফ ও’কিফ ঋদ্ধিমান সাহাকে আউট করে দুই ইনিংসেই ৫ উইকেট দখল করেন। চা বিরতি থেকে ফিরে ওই ওভারেই পূজারাকে (৩১) আউট করেন তিনি। তাকে আর উইকেট নিতে দেননি লিয়ন। টানা দুই ওভারে শেষ তিন উইকেট তুলে নেন এ স্পিনার।

প্রথম ইনিংসে ১১ রানে ৭ উইকেট হারানো ভারত দ্বিতীয় ইনিংসে সমান উইকেট হারাল ৪০ রানের ব্যবধানে।

ও’কিফ দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারে ৪ মেডেনসহ ৩৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। দুই ইনিংসে ২৮.১ ওভারে ৭০ রান দিয়ে এ স্পিনার পেয়েছেন ১২ উইকেট। দ্বিতীয় ইনিংসের বাকি চার উইকেট পান লিয়ন।       

এর আাগে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৯৮ রানের লিড নিয়ে শনিবারের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। তিনশ ছুঁই ছুঁই লিডকে শেষ পর্যন্ত চারশ’র উপর নিয়ে যায় অজিরা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সফরকারী অধিনায়ক স্মিথ।

প্রথম ইনিংসে ২৬০ রান করার পর অস্ট্রেলিয়া ভারতকে ১০৫ রানে বেধে দেয়। অজিরা এর পর দ্বিতীয় ইনিংসে স্মিথের সেঞ্চুরিতে ৮৭ ওভার খেলে ২৮৫ রান করে সব উইকেট হারিয়ে। স্বাগতিকদের জয়ের লক্ষ্য ৪৪১ রান।

ভারতের মাটিতে প্রথম সেঞ্চুরি উদযাপন করছেন স্মিথ অস্ট্রেলিয়া তৃতীয় দিন খেলতে নামে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রানে। ৫৯ রানে অপরাজিত স্মিথের সঙ্গে ২১ রানে খেলতে নেমেছিলেন মিচেল মার্শ। খুব বেশিক্ষণ টিকতে পারেনি এ জুটি। ২৬ রান যোগ হতেই দিনের প্রথম উইকেট হারায় অজিরা। রবিন্দ্র জাদেজার বলে মার্শ (৩১) ঋদ্ধিমান সাহার গ্লাভসে বল তুলে দিলে বিচ্ছিন্ন হয় ৫৬ রানের জুটিটি। উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ২২ গজে নেমে স্মিথকে সঙ্গ দিতে ব্যর্থ হন। মাত্র ৩৫ রান আসে ওই জুটিতে।

ওয়েড ২০ রানে বিদায় নিলে প্রথম ইনিংসের মারকুটে ব্যাটসম্যান মিচেল স্টার্ক নামেন স্মিথের অপরপ্রান্তে। ৮.৫ ওভারের এ জুটি ছিল ৪২ রানের, যেখানে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি পান অজি অধিনায়ক। জাদেজাকে ডিপ কভারে মেরে দৌড়ে দুটি রান নিয়ে ভারতের মাটিতে প্রথমবার তিন অঙ্কের ঘরে পৌঁছান স্মিথ। ১৮৭ বলে ১১টি চারে শতকের ঘরে যান তিনি। দলকে ৪০০ রানের লিড এনে দেওয়ার পর আর টিকতে পারেননি স্মিথ। ডানহাতি এ ব্যাটসম্যান ২০২ বল খেলে ১০৯ রানে জাদেজার এলবিডব্লিউর শিকার হন।

পরে আর কোনও ব্যাটসম্যান জ্বলে উঠতে পারেননি। স্টার্ক ৩১ বলে ২ চার ও ৩ ছয়ে ৩০ রানের আরেকটি ঝোড়ো ইনিংস খেলে আউট হন। স্টিভ ও’কিফ ৪২ বলে মাত্র ৬ রান করে সময় ব্যয়ে সফল হয়েছেন। শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন জাদেজার তৃতীয় শিকার হয়ে।

ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৪ উইকেট নিয়ে ইনিংসের সবচেয়ে সফল বোলার। দুইটি পান্ উমেশ যাদব। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি