X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার সেরা ও’কিফ

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৪

দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ও’কিফ দুই দলের মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলিং পারফর‌ম্যান্সের অধিকারী হলেন ৩২ বছর বয়সী। অ্যালান ডেভিডসনকে (১২/১২৪) পেছনে ফেলে ভারতের বিপক্ষে সেরা বোলিং ফিগার এখন ও’কিফের।

মাত্র তিন বছরের টেস্ট ক্যারিয়ার। ২০১৪ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল স্টিভ ও’কিফের। কিন্তু নজরকাড়া পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় প্রথম ও দ্বিতীয় ম্যাচের মধ্যে বিরতি পড়ে গেল প্রায় দেড় বছরের। সব মিলিয়ে ক্যারিয়ারে মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলে দলের সঙ্গে ভারত সফরে গেলেন তিনি। আর সেখানে করলেন বাজিমাত। আগের ৪ ম্যাচে ১৪ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার এক ম্যাচেই নিলেন ১২ উইকেট! দেশের মাটিতে অজেয় ভারতকে ভুলে যাওয়া হারের স্বাদ দিলেন তিনি। একই সঙ্গে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলিং পারফর‌ম্যান্সের অধিকারী হলেন ৩২ বছর বয়সী। অ্যালান ডেভিডসনকে (১২/১২৪) পেছনে ফেলে ভারতের বিপক্ষে সেরা বোলিং ফিগার এখন ও’কিফের।

পুনে টেস্টের তৃতীয় দিন চা বিরতির কিছুক্ষণ পরই দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচে ১২ উইকেটের মালিক হন ও’কিফ। ভারতকে ১০৭ রানে অলআউট করে ৩৩৩ রানে দলকে জিতিয়ে রেকর্ড বই নতুন করে লিখেন তিনি। স্বদেশীকে টপকে ভারতের মাটিতে এক টেস্টে সেরা সফরকারী স্পিনারের খ্যাতি কুঁড়ালেন এ বাঁহাতি। ৭০ রানে ১২ উইকেট নিয়ে তিনি পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার ২০০৮ সালের সফরে নাগপুর টেস্টে জ্যাসন ক্রেজারের (১২/৩৫৮) গড়া কীর্তিকে। এছাড়া ভারতে প্রথম অস্ট্রেলীয় বাঁহাতি স্পিনার হিসেবে এক ম্যাচে ১০ উইকেট পেলেন ও’কিফ।

শনিবার এক সেশনেই ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন জন্মসূত্রে এ মালয়েশীয় স্পিনার। আর চা বিরতির পর যোগ করেন ষষ্ঠটি। ভারতের ৪৪১ রানের ক্ষীণ আশায় জল ঢেলে দেন তিনি টপ অর্ডারে ধস নামিয়ে।

প্রথম ইনিংসে এক ওভারেই তিন উইকেট নিয়ে বোলিং জাদু দেখান ও’কিফ। পরে আরও ৩ উইকটে পান। সব মিলিয়ে ওই ইনিংসেও নেন ৩৫ রানে ৬ উইকেট। আর শনিবার তৃতীয় দিন তিনি শুরু করেন ডানহাতি মুরালি বিজয়কে (২) ফিরিয়ে। এর পর বিরাট কোহলিকে (১৩) বোকা বানিয়ে চোখ ধাঁধানো টার্ন নেওয়া তার একটি ডেলিভারি স্ট্যাম্প ভেঙে দেয়। একে একে আজিঙ্কা রাহানে (১৮), রবিচন্দ্রন অশ্বিন (৮), ঋদ্ধিমান সাহা (৫) ও চেতেশ্বর পূজারার (৩১) উইকেট পান ও’কিফ। সূত্র- ক্রিকেট অস্ট্রেলিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী