X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফিরতে একটু দেরি হচ্ছে মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৩

ফিরতে একটু দেরি হচ্ছে মাশরাফির নিউজিল্যান্ডে গিয়ে চোটে পড়লেন মাশরাফি বিন মতুর্জা। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় সুস্থ হতে ৫ থেকে ৬ সপ্তাহ লাগবে তার। যদিও চোটটা ধীরগতিতে ঠিক হওয়ায় ফেরার জন্য আরও একটু সময় অপেক্ষা থাকতে হচ্ছে তাকে।

মাউন্ট মঙ্গানুইয়ে ৮ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে গতিতে আসা বল ঠেকাতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে আঘাত পান মাশরাফি। নিউজিল্যান্ডে এটা সীমিত ওভারের ক্রিকেটে শেষ ম্যাচ বলে কোনও ম্যাচ মিস হয়নি মাশরাফির। অবশ্য বাংলাদেশ দল এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরের জন্য ব্যাটিং-বোলিং অনুশীলন করলেও মাশরাফি ব্যাট কিংবা বল হাতে নিতে পারেননি। যদিও ফিরে আসার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

রুটিন ওয়ার্ক হিসেবে শনিবার দুপুরে মাশরাফির আঙুলে স্ক্যান করা হয়েছে। সেখানে উন্নতির ছাপ বিদ্যমান। আগামী মাসের শুরুতেই বল হাতে মাশরাফিকে দেখা যাবে বলে জানালেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

আগামী ৭ মার্চ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। এরপর ২৫ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বিসিবির চিকিৎসকের আশা মাশরাফি ১০ মার্চের আগেই ফিট হয়ে যাবেন, ‘এটা একটা রুটিন স্ক্যান। এরই মধ্যে প্রায় ৬ সপ্তাহ শেষ হয়ে গেছে। তার আঙুল উন্নতির দিকে। সাধারণত ৬-৭ সপ্তাহের মধ্যে ঠিক হয়। কিন্তু এখানে হয়তো আট সপ্তাহের মতো লেগে যাবে। তবে শ্রীলঙ্কা সিরিজে এটা কোনও প্রভাব ফেলবে না।’

ইনজুরি ও মাশরাফি এই শব্দ দুটি যেন এক সুতোয় গাঁথা। ক্যারিয়ারের শুরু থেকে চোট লেগেই আছে তার পিছে। যার শেষটা গত জানুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে দ্রুতগতির বল ঠেকাতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলের হাড়ের উপরের অংশটা ভেঙে যায় তার। এরপর ডান হাতের বুড়ো আঙুল সহ বেশিরভাগ অংশ শক্ত করে মুড়ে রাখা কালো চামড়ার বেল্ট দিয়ে। আঙুলের ফাটা হাড় যাতে দ্রুত জোড়া লাগা এবং নতুন আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই বিশেষ ব্যবস্থা। 

দুই দিন হলো এই কালো বেল্ট খুলে ফেলা হয়েছে মাশরাফির হাত থেকে। এখন শুধু আঙ্গুলের মধ্যে একটি ব্যান্ডেজ মুড়ে দেওয়া আছে। এটা সপ্তাহখানিক পর খুলে ফেলা হবে।

চোটের উন্নতিতে খুশি মাশরাফি। শনিবার দুপুরে মিরপুর থেকে যাওয়ার পথে বাংলাদেশের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক বললেন, ‘আজ (শনিবার) স্ক্যান করানো হলো। এখন সমস্যা নেই। আশা করি দ্রুতই বল হাতে নেওয়ার সুযোগ পাব।’ তিনি আরও যোগ করেন, ‘শ্রীলঙ্কা সফর শুরু হলেও ওয়ানডে শুরু হতে এখনও বেশ দেরি আছে। আশা করি ২৫ মার্চের আগে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামার মতো ফিট হতে পারব।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা