X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কোহলির ‘ফেরা’ নিয়ে শঙ্কিত স্টার্ক

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫০

কোহলির ‘ফেরা’ নিয়ে শঙ্কিত স্টার্ক শিগগিরই যে কোহলি তার চেনা রূপে ধরা দেবেন, সেটা খুব ভালো করে জানেন অস্ট্রেলিয়ান পেসার। তাই ‘ফিরে আসা’ কোহলিকে নিয়ে উদ্বিগ্ন স্টার্ক।

ঘরের মাঠে এমন বিরাট কোহলিকে দেখেনি কেউ। রান বন্যায় যিনি প্রতিপক্ষের রাতের ঘুম হারাম করে ছাড়েন, সেই তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনে টেস্টে থাকলেন নিজের ছায়ায় বন্দি! যদিও ওই টেস্ট দিয়ে কোহলিকে মাপতে চাইছেন না মিচেল স্টার্ক। শিগগিরই যে কোহলি তার চেনা রূপে ধরা দেবেন, সেটা খুব ভালো করে জানেন অস্ট্রেলিয়ান পেসার। তাই ‘ফিরে আসা’ কোহলিকে নিয়ে উদ্বিগ্ন স্টার্ক।

ঘরের মাঠের টেস্টে এই প্রথমবার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। পুনে টেস্টের প্রথম ইনিংসের ব্যর্থতার পর ভারতীয় অধিনায়ক দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি, আউট হয়েছেন ১৩ রান করে। প্রথম ইনিংসে কোহলি আউট হয়েছেন এই স্টার্কের বলেই। ভারতীয় রানমেশিনকে প্রথমবার ঘরের মাঠে শূন্য রানে আউট করা এই পেসার সামনের ম্যাচগুলো নিয়ে শঙ্কিত। ডানহাতি এই ব্যাটসম্যানের ক্ষমতা খুব ভালো করে জানেন বলেই স্টার্ক উদ্বিগ্ন, ‘আমরা খুব ভালো করেই জানি সিরিজের বাকি ম্যাচগুলোতেও কোহলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ উইকেট। চলতি সিরিজে আরও ছয়বার তাকে আউট করার সুযোগ তৈরি করতে হবে। এটাও ভালো করে জানি (কোহলি) আরও ভয়ঙ্কর ও শক্তিশালী হয়ে ফিরবে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোহলি ও স্টার্ক সতীর্থ। দুজনই খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। একই দলে খেলেন বলে খুব ভালো করে চেনেন ভারতীয় অধিনায়ককে। আইপিএল সতীর্থের প্রশংসাও ঝরল স্টার্কের মুখে, ‘ও বিশ্বমানের খেলোয়াড়, আমরা সবাই তা জানি। ইতিমধ্যেই চলতি বছরে রানের পাহাড় গড়েছে। ফিরে আসা বিরাট কোহলিকে নিয়ে আমরা সবাই তাই খুব শঙ্কিত।’ এএফপি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!