X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আবারও মধ্যাঞ্চলের বিপক্ষে ইনিংসে জয় দেখছে উত্তরাঞ্চল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৫

মধ্যাঞ্চলের ব্যাটিংয়ে আবার ব্যর্থ হলেন মার্শাল আইয়ুব তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে উত্তরাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে জয়ের জন্য তাদের প্রয়োজন মাত্র দুটি উইকেট। ১২৭ রানের মধ্যে বাকি উইকেটগুলো নিতে পারলেই ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পাবে জহুরুল ইসলামের দল। এর আগে দ্বিতীয় রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে ইনিংস ও ৫০ রানে জিতেছিল উত্তরাঞ্চল।

৬ উইকেটে ৪২২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল উত্তরাঞ্চল। মঙ্গলবার তৃতীয় দিনে ১১৫ রান যোগ করে অলআউট হয়। আগের দিন নাঈম ইসলাম ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর মঙ্গলবার ধীমান ঘোষও তাদের পথ অনুসরণ করেন। এই তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৩৭ রান করে উত্তরাঞ্চল। ধীমান ১১৩ রানের ইনিংস খেলেছেন। এর আগে নাঈম ১৪২ ও নাজমুল খেলেছেন ১২৩ রানের ইনিংস।

মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে মোশাররফ হোসেন সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া শরীফ, শাহাদাত ও শরিফউল্লাহ নিয়েছেন একটি করে উইকেট।

১৮১ রানের প্রথম ইনিংস খেলা মধ্যাঞ্চল ৩৫৬ রানে পিছিয়ে থেকে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার ‍মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়নরা। এদিন শেষ দুই সেশনের ৬৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে। এখনও ১২৭ রানে পিছিয়ে দলটি। হার এড়াতে হলে শেষ দুই উইকেট নিয়ে পুরো দিনটি পার করতে হবে মধ্যাঞ্চলকে! লম্বা সময়ের ক্রিকেটে এটা এক কথায় অসম্ভব।

মধ্যাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেছেন সাইফ হাসান। এছাড়া আব্দুল মজিদ ৪৩ ও তানভীর হায়দরা অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেছেন।

উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া সানজামুল, ফরহাদ, নাঈম ও ইয়াসির প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া