X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হকি ওয়ার্ল্ড লিগে জয়ের দেখা পেল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৭, ১৭:৪৭আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৭:৫১

হকি ওয়ার্ল্ড লিগে জয়ের দেখা পেল বাংলাদেশ হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২-এ দুর্বল ফিজিকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। শনিবার প্রথম ম্যাচে শীর্ষ বাছাই মালয়েশিয়ার কাছে ০-৩ গোলে হারের পর জয়ের মুখ দেখলো স্বাগতিকরা। যেখানে ফিজিকে ৭ গোলে হারিয়েছিল ওমান, সেখানে বাংলাদেশের জয়ের ৫-১ ব্যবধানে। পুরো ম্যাচে ১৩টি পেনাল্টি কর্নার পেয়ে তিনটিতে গোল করে বাংলাদেশ। যদিও ম্যাচে ফরোয়ার্ডদের ফিনিশিং ভালো ছিল না। অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ২টি, মামুনুর রহমান চয়ন দুটি ও আশরাফুল ইসলাম একটি গোল করেন। 

প্রথম কোয়ার্টার

পাঁচ মিনিটে জিমি, সারোয়ার, চয়ন কম্বিনেশনে পাওয়া পেনাল্টি কর্নার মিস করার মাধ্যমে শুরু হয় বাংলাদেশের যাত্রা। চয়ন হিট নেন বাইরে। আট মিনিটে দ্বিতীয় পিসি। এবারের কম্বিনেশন কৃষ্ণা-রানা-চয়ন। এবারে ড্র্যাগ ভালো হলেও ফিজি গোলরক্ষক রিচার্ড আইর বল রুখে দেন।

১০ মিনিটে তৃতীয় পেনাল্টি কর্নার। এবার আসলেন আশরাফুল। তিনিও বল মারলেন পোস্টের বাইরে। চারটি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ফিজি ৭ ও ১৩ মিনিটে দুটি আক্রমণ চালায়। প্রথমটিতে জেমস সাকাকালার হিট ঠেকিয়ে দেন গোলরক্ষক জাহিদ। দ্বিতীয়টিতে অ্যাড্রিয়ান স্মিথ বল মারেন অসীমের প্যাডে।

দ্বিতীয় কোয়ার্টার

শুরুতেই পঞ্চম পেনাল্টি কর্নার, আবারও ব্যর্থ আশরাফুল। পেনাল্টি কর্নারে বাংলাদেশের ব্যর্থতা অব্যাহত। ২১ মিনিটে ষষ্ঠ পেনাল্টি কর্নারেও ছিল একই দশা। চয়নের পুশ ডিফেন্ডারের স্টিকে লেগে প্রতিহত হয়। ২৫ মিনিটে অবশেষে গোলের মুখ দেখে লাল সবুজরা। কৃষ্ণা, সারোয়ার, চয়নের কম্বিনেশন ভাঙে গোলের খরা। চয়নের ড্র্যাগ ঠাঁই নেয় জালে। এক গোলের অগ্রগামিতা আর বুক ভরা হতাশা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টার

দ্বিতীয় বা ৩২ মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। মার্টিন ফঙ্গের পুশ, অ্যাড্রিয়ান স্মিথের স্টপের পর হেকটর স্মিথ সমতা আনেন।  তবে ৩৭ মিনিটে জিমি রানার ওয়ান-টু’র পর জিমির কোনাকুনি হিটে বাংলাদেশ দুই গোলে এগিয়ে যায়। ৪০ মিনিটে রোমান সরকারের পাসে ফ্লিক করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন জিমি। তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলাদেশ। এ কোয়ার্টারে দুটি পেনাল্টি কর্নার পেয়েছিল জিমির দল। কিন্তু কোনও লাভ হয়নি।

চতুর্থ কোয়ার্টার

বাংলাদেশ আক্রমণ অব্যাহত রাখে, ৫০ মিনিটে পেনাল্টি কর্নারের সংখ্যা দশে উন্নীত করে তারা।  মিলন সারোয়ারের পুশ স্টপের পর চয়ন করেন ম্যাচে নিজের দ্বিতীয় গোল। যাতে ৪-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। খেলা শেষের তিন মিনিট আাগে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নারে করেন পঞ্চম গোলটি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী