X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ওমান নয়, নিজেদের পিসি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৭, ১৮:৫৮আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৮:৫৮

অনুশীলনে বাংলাদেশ দল প্রতিপক্ষ ওমান নয়, নিজেদের পেনাল্টি কর্নার নিয়েই বেশি চিন্তিত বাংলাদেশ। কাল মঙ্গলবার বিকেল চারটায় মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ এ নিজেদের তৃতীয় খেলায় হালের কঠিন প্রতিপক্ষ ওমানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

 মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার ও ফিজির বিপক্ষে ৫-১ গোলে জয়ের পর জিমি বাহিনীর অন্যতম গুরুত্বপুর্ণ ম্যাচ এটি। কিন্তু প্রত্যাশার সঙ্গে পারফরম্যান্স যে মিলছে না। ফিজির বিপক্ষে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করে হতাশায় পুড়েছিল বাংলাদেশ। এর মাঝে ১৩টি পেনাল্টি কর্নার থেকে মাত্র তিনটি গোল- এটিই হয়ে গেছে বড় যাতনার কারণ। এ দুর্বলতা কাটানোর জন্য মাথা খাটাচ্ছেন দলের জার্মান কোচ অলিভার কার্টজ, ‘হকিতে এমনটি হয়েই থাকে, কেন এমন হচ্ছে সেটিই খুঁজে বের করতে হয় খেলোয়াড় ও কোচকে। আমি, চয়ন, আশরাফুল ও খোরশেদের সঙ্গে কথা বলেছি। এখানে মনোসংযোগের ব্যাপার আছে, আছে গ্রিপের ও স্টিকের বিষয়। আমার কাছে মনে হয়েছে আশরাফুলের স্টিক ড্র্যাগের জন্য পুরোপুরি উপযোগী নয়। তাকে স্টিক বদলাতে বলেছি। আশা করি আমার পেনাল্টি কর্নার স্পেশালিস্টরা কাল ঠিকই লক্ষ্য খুঁজে পাবে।’

২০১৪ সালে ইনচিওনে এশিয়ান গেমসে কার্টজের ওমানের কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ। এর পর ২০১৫ সালের জানুয়ারিতে হকি ওয়ার্ল্ড লিগের রাউন্ড-১ এ সিংগাপুরে ৩-৩ গোলে নির্ধারিত সময় শেষ হওয়ার পর শুটআউটে ৪-৩ গোলে বাংলাদেশের হারেও ওমানের কোচ ছিলেন তিনি। এখন তিনি বাংলাদেশের কোচ। বিষয়টি নিয়ে কার্টজ বলেন, ‘আমি পেশাদার কোচ। এখন বাংলাদেশ আমার দল। আমার সব চিন্তা চেতনায় বাংলাদেশ। কাল বাংলাদেশেক জয়ী করার জন্য সব অভিজ্ঞতা কাজে লাগাব।’

এদিকে অধিনাযক রাসেল মাহমুদ জিমির গলায়ও একই সুর, ‘ওমানকে বাড়তি গুরুত্ব দেওয়ার কোনও কারণ দেখি না। আমরা চাই আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে। সত্যি কথা বলতে কী সেটাই আমরা পারছি না। যাই হোক দুটি ম্যাচ খেলা হয়েছে। কাল আশা করি সবকিছু ঠিক হবে। আমরা ওমানের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে।’

ঢাকায় বাংলাদেশ কখনই ওমানের কাছে হারেনি। ২০১৩ সালে ৬-১ গোলে জয়ের পর গত বছর অনূর্ধ্ব-১৮ এশিয়ান কাপে ১০-০ গোলে জিতেছিল বাংলাদেশ্। ওমানের ভারতীয় কোচ কে কে পুনাচা জানেন ঘরের মাঠে বাংলাদেশ সর্বদাই ওমানের কঠিন প্রতিপক্ষ, ‘আমার খেলোয়াড়রা আগের চেয়ে অভিজ্ঞতা সম্পন্ন। বাংলাদেশ নিজ মাঠে খেলছে বলে তারা আমাদের সমীহ অবশ্যই পাবে। তবে এর মানে এই নয় য়ে তারা অজেয়। আমরা জয়ের জন্যই খেলব।’ ওমান শেষ ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে। ফিজির বিপক্ষে প্রথম ম্যাচ তারা জিতেছিল ৭-০ গোলে। এবার তাদের ফল কী হবে দেখা যাবে ম্যাচ শেষ হলেই।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট