X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ওমানের কাছে হারল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৭, ১৭:৫৬আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৮:২৫

বাংলাদেশ হকি দল ওমানের বিপক্ষে নিজ মাঠে প্রথম হারের অভিজ্ঞতা হলো বাংলাদেশের। হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২’এ গ্রুপ ‘এ’র সর্বশেষ খেলায় আজ মঙ্গলবার ওমানের কাছে ৩-২ গোলে হেরে যায় বাংলাদেশ। এ হারে বাংলাদেশ তিন খেলায় তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হলো। প্রাক স্থান নির্ধারনী ম্যাচে বৃহস্পতিবার মিশরের বিপক্ষে খেলবে লাল সবুজরা।

পুরো ম্যাচে বাংলাদেশ ছিল অসংগঠিত। প্রথম দুই কোয়ার্টারে ডিফেন্স ছিল ভুলে ভরা। ওই সময় যে ক্ষতি হয়ে যায় পরের দুই কোয়ার্টারে অনেক চেষ্টা করেও বাংলাদেশ তা আর কাটাতে পারেনি। ওমানের বিপক্ষে ২০১৪ সাল থেকে টানা তিনটি ম্যাচ হারল বাংলাদেশ।  

প্রথম কোয়ার্টার

খেলার সাত মিনিট পর্যন্ত দুই দলই একে অপরের গোলমুখে ঢুঁ মারলেও গোল করার সুযোগ তৈরি করতে পারেনি কেউই।  ৮ ও ৯ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। প্রথমটিতে মেরেছিলেন আশরাফুল, ডিফেন্ডারের পায়ে লেগে বল বাইরে গেলে আবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। মিলনের পুশ ও পিন্টুর স্টপের পর চয়ন তার স্বাভাবিক ড্র্যাগ না করে টার্ফ কামড়ানো পুশ করেন, বল আঁছড়ে পড়ে ১৮ ইঞ্চি বোর্ডে।

তবে বাংলাদেশের অগ্রগামিতা টিকে ছিল পাঁচ মিনিট। ওমানি মিডফিল্ডার আশরাফ আল নাসেরি দ্রুত গতিতে ঢুকে পড়েন বাংলাদেশ ডিফেন্সে। গোলরক্ষক অসিম গোপ এগিয়ে এসেছিলেন, কিন্তু নাসেরি তাকে টপকে গেলে অসিম তাকে ফেলে দেন। পেনাল্টি স্ট্রোক পায় ওমান। বাইত জান্দাল মোহাম্মদ স্পট থেকে গোল করতে ভুল করেননি। এ কোয়ার্টারে বাংলাদেশ একটি ফিনিশিংও করতে পারেনি। 

দ্বিতীয় কোয়ার্টার

খেলার ১৭ বা কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে দ্বিতীয় গোল করে বাংলাদেশ। হাফলাইন থেকে চমৎকার থ্রুপাস দিয়েছিলেন জিমি। রোমান সরকার বাঁপ্রান্তে তার মার্কারকে কাটিয়ে কোনাকুনি হিটে করেন দলের দ্বিতীয় গোল।

কিন্তু ২৫ ও ২৬ মিনিটে দুই মিনিটে দুটি গোল করে বসে ওমান। এ সময় বাংলাদেশের ডিফেন্স ছিল পুরোপুরি অসংগঠিত। ডিফেন্সে ছিল মাত্র একজন ডিফেন্ডার। প্রথম গোলটি করেন মোহাম্মদ আল হাসানি। বদলি গোলরক্ষক জাহিদ প্রথম হিটটি ঠেকালেও রিভার্স হিটে গোল করেন হাসানি। খালিদ আল বাতাসি এরপর ভাঙেন বাংলাদেশের রক্ষণদুর্গ। ডিবক্সের বাঁপ্রান্তে একদম আনমার্কড ছিলেন তিনি। আল নাসেরির পাস থেকে কোনাকুনি হিটে ওমানকে ৩-২ গোলে এগিয়ে দেন তিনি। 

তৃতীয় কোয়ার্টার

৩৫ মিনিটে রোমান সরকারের জোরালো হিটে পোস্টের একদম কাছে থেকে ফ্লিক করেছিলেন আরশাদ হোসেন। বল পোস্টের উপর দিয়ে চলে যায়। এর দুই মিনিট পর জিমির জোরালো হিট সাইড পোস্ট ঘেষে বাইরে চলে যায়। এ কোয়ার্টারে বাংলাদেশের আধিপত্য ছিল। তবে বাংলাদেশ সমতা আনতে ব্যর্থ হওয়ায় চাপ নিয়েই যায় দুই মিনিটের বিরতিতে।

চতুর্থ কোয়ার্টার

যথারীতি আক্রমণে যায় বাংলাদেশ, কিন্তু ওমানের রক্ষণভাগে খেই হারিয়ে ফেলা অব্যাহত থাকে। ৫১ মিনিটে কৌশিকের হিট ঠেকান ওমানি গোলরক্ষক আল নৌফালি। পরের মিনিটে সারোয়ারের কোনাকুনি হিট চলে যায় বাইরে। পাল্টা আক্রমণে ৫৫ মিনিটে শাফি আল শাতারির হিট প্যাডি দিয়ে ঠেকান গোলরক্ষক জাহিদ। খেলা শেষের তিন মিনিটে আগে পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। চয়নের হিট ঠেকিয়ে দেয় ওমানি ডিফেন্স। সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার পর হারই ছিল বাংলাদেশের অনিবার্য পরিণতি। 

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী