X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অচেনা মিসরের সামনে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ১৮:৫৪আপডেট : ০৮ মার্চ ২০১৭, ২০:০১

অচেনা মিশরের সামনে বাংলাদেশ কাল বৃহস্পতিবার বিকাল ৪টা ৫ মিনিটে হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ এর চতুর্থ কোয়ার্টার ফাইনালে অচেনা প্রতিপক্ষ মিসরের মুখোমুখি হবে বাংলাদেশ। অচেনা এই অর্থে যে আফ্রিকা মহাদেশের দেশ হওয়ায় এশিয়ার বলয়ে মিশর খুব একটা খেলে না। তাই বাংলাদেশের সঙ্গে সেভাবে পরিচয়ও নেই!

এ পর্যন্ত মিসরের সঙ্গে একবারই খেলেছে বাংলাদেশ। ২০০১ সালে সে খেলাটিতে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে বর্তমানে মিসর বিশ্ব র‌্যাংকিংয়ে ২০ নম্বরে আর বাংলাদেশ ৩২ নম্বর অবস্থানে। যেখানে পার্থক্যটা এখানেই দৃশ্যমান।  

মিসর গ্রুপ পর্বের খেলায় চীন, ঘানা ও শ্রীলঙ্কাকে হারিয়েও সাত পয়েন্ট নিয়ে পায় ‘এ ’গ্রুপের দ্বিতীয় স্থান। সমান পয়েন্ট নিয়ে প্রথম স্থান পায় শক্তিশালী দেশ চীন। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশ শুধু মাত্র ফিজিকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে পৌঁছায় কোয়ার্টার ফাইনালে।

কালকে ম্যাচ থাকলেও আজ বিশ্রামে ছিল বাংলাদেশ দল । হালকা স্ট্রেচিংয়ে সীমাবদ্ধ রেখেছে নিজেদের অনুশীলন।  আনুষ্ঠানিকভাবে প্রধান কোচ অলিভার কার্টজ কোনও কথা বলেননি। তবে স্থানীয় কোচ মাহবুব হারুন বলেছেন, ‘তিনটি ম্যাচে বাংলাদেশের যে যোগ্যতা তার বহিঃপ্রকাশ একটি ম্যাচেও হয়নি। সব সময় উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে গেছে বাংলাদেশের পারফরম্যান্স। আর ধারাবাহিকতার অভাব ছিল। যেখানে গোল হওয়ার কথা সেখানে গোল হয়নি। আবার যেখানে গোল পাওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ সেখানে গোল পেয়ে গেছে।’

তিনি আরও যোগ করেন, ‘কাল শেষ পরীক্ষা। বাংলাদেশ দল একটি ম্যাচে নিজের পূর্ণ যোগ্যতা দিয়ে খেলবে। সেটিই আমার প্রত্যাশা। তবে মিসরের বিপক্ষে বাংলাদেশ জিতবে, একথা আমি বলবো না। শতভাগের বেশি দিয়ে জয় ছিনিয়ে আনা সম্ভব। হকিতে এরকম ঘটনা অনেক সময় ঘটে।’

অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ডান পায়ের বুড়ো আঙুলে চোট পেয়েছেন। তিনি পুরোপুরি ফিট নন। ব্যথা নিরাময়ের চিকিৎসা নিয়ে খেলার সম্ভাবনাই তার বেশি। গোলকিপার অসীম গোপের টুর্নামেন্ট শেষ। তার খেলার কোনও সম্ভাবনাই নেই। জাহিদই হবেন কাল এক নম্বর গোলকিপার।

আর এই ম্যাচটি জিততে পারলে সেমিফাইনালে পৌঁছাবে বাংলাদেশ। টুর্নামেন্টে তৃতীয় হতে পারলে ক্ষীণ আশা থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার। কারণ তিনটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি খেলবে পরের রাউন্ডে। আর তিন গ্রুপের সেরা তিনের মাঝে সেরা দুই দলেরও স্থান হবে সেখানে।   

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!