X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এভাবেও ফিরে আসা যায়!

খালিদ রাজ
০৯ মার্চ ২০১৭, ১৯:২৯আপডেট : ০৯ মার্চ ২০১৭, ২০:৫৩

এভাবেও ফিরে আসা যায়! চোখের জল গড়িয়ে ভিজে গেছে মুখ। বুকের ভেতর থেকে দলা পাকানো কোনও যন্ত্রণাই যেন বেরিয়ে আসছে কান্নার জলস্রোতে।

ওই তরুণের চারপাশের আবহ কিন্তু অন্যরকম। লাফিয়ে কে কার গায়ের ওপর চড়ছে, জড়িয়ে ধরছে, বোঝা মুশকিল। গলা ফাটানো চিৎকারে তাদের আনন্দের প্রকাশটা রাতের স্তব্ধ আকাশকেও দিচ্ছিল কাঁপিয়ে।

একদিকে তরুণের কান্না, অন্যদিকে উৎসব-দুটো আলাদা দৃশ্য হলেও সাজানো এক ফ্রেমে। ভালোবাসা, প্রাপ্তির আনন্দ, নিশ্চিত হারাতে যাওয়া জিনিস অলৌকিকভাবে পেয়ে যাওয়ার তৃপ্তির প্রকাশটা হয়তো এ রকমই হয়। পাওয়ার খুশি কারও চোখে ঝরায় স্বস্তির বৃষ্টি, কেউ আবার উন্মাদ উদযাপনে মেতে উঠেন ন্যু ক্যাম্পের গ্যালারিতে উঠা সমুদ্রের গর্জনের মতো করে।

আর শুধু তো ওই তরুণ নয়, ন্যু ক্যাম্পের গ্যালারিতে তার মতো করে কাঁদলেন অনেক বার্সেলোনা সমর্থকই। তাদের যেন বিশ্বাসই হচ্ছিল না। সত্যিই কি বিশ্বাসযোগ্য? এই প্রশ্ন কিন্তু এখনও তুলছেন অনেকে। ৪-০ গোলের সমীকরণ টপকে ৬-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগে টিকে থাকাটা এখনও বার্সেলোনার কাছে স্বপ্নের মতো।

৮ মিনিট, স্রেফ ৮ মিনিটে রুপকথাকে বাস্তব করে বার্সেলোনা ফুটবল বিশ্বের চোখে ছড়িয়েছে বিস্ময়ের রেণু-এভাবেও ফিরে আসা যায়! সত্যি অসম্ভব, অবাস্তব।

ন্যু ক্যাম্পের দ্বিতীয় লেগ শুরুর আগে কোনও কিছু আঁকড়ে ধরতে পারছিল না কাতালান ক্লাবটি। সব কিছু যে শেষ করে এসেছিল পার্ক দে প্রিন্সেসে। প্যারিস সেন্ত জার্মেইয়ের মাঠ থেকে ৪-০ গোলের লজ্জা বার্সেলোনাকে একরকম ছিটকেই দিয়েছিল চ্যাম্পিয়নস লিগ থেকে। তাই শেষ ষোলোর দ্বিতীয় লেগের আগে স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিদায়ের সব উপলক্ষ ছিল তৈরি। প্রথম লেগে ৪-০ গোলে হারের পর সেটা টপকে পরের রাউন্ডে যাওয়ার নজির অন্তত ইউরোপিয়ান প্রতিযোগিতায় নেই।

হ্যাঁ, ইতিহাসের পাতা উল্টিয়ে প্রত্যাবর্তনের কয়েকটি উদাহরণ পাওয়া গিয়েছিল খুঁজে। তবে প্রতিপক্ষের মাঠ থেকে ৪-০ গোলে হেরে এসে ঘুরে দাঁড়ানোর নজির ছিল না তাতে। কাতালানদের তাই বিদায়ের খাতায় না ফেলে উপায় ছিল না। কিন্তু ভুলে গেলে চলবে না দলটা বার্সেলোনা। প্রতিপক্ষকে ৪-০ কেন, তার চেয়ে বড় ব্যবধানে হারানোর ক্ষমতা আছে তাদের। যদিও ন্যু ক্যাম্পের ম্যাচটাতে তাদের ওপর ছিল পাহাড় সমান চাপ। সেই চাপ জয় করে ধ্রুপদী এক ম্যাচ খেলে ইতিহাস বদলে দিল লুই এনরিকের দল। শেষ ৮ মিনিটের নাটকীয়তায় পিএসজিকে বিদায় করে দিয়ে লিখল রুপকথা।

বাঁচা-মরার লড়াইয়ে বার্সেলোনা যেভাবে লড়েছে, এর চেয়ে বেশি কিছু আসলে আর করা যায় না। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির পর পরই লিওনেল মেসির পেনাল্টি গোলে ৩-০ করে ফেললে আশার প্রদীপটা হয়ে উঠে আরও উজ্জ্বল। যদিও এদিনসন কাভানির গোলটার পর সেই প্রদীপটা দপ করে নিভেও যায়। ৬২ মিনিটের ওই গোলের পর স্কোর লাইন দাঁড়ায় ৩-১। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে হলে স্প্যানিশ চ্যাম্পিয়নদের তখন জিততে হতো ৬-১ ব্যবধানে। সময় গড়িয়ে ম্যাচ ঘড়ি পৌঁছায় ৮৮ মিনিটে। বার্সেলোনার পাঁড় সমর্থকরা শুধু নন, খোদ খেলোয়াড়রাও হয়তো ছেড়ে দিয়েছিলেন আশা। ওই মুহূর্তে নেইমারের গোলের পর তাদের উদযাপনেই কিন্তু বোঝা গেছে সেটাই। কিন্তু ফুটবল দেবতা চিত্রনাট্য সাজিয়েছিলেন যে অন্যভাবে। দৃশ্যপটে বদল আসে তাই ওই গোলের পর থেকেই।  যে চিত্রনাট্যের শেষ দৃশ্যে পেনাল্টি নাটক এবং ইনজুরি টাইমের শেষ মুহূর্তে সের্হিয়ো রবার্তোর পায়ের আলতো ছোঁয়া।

এরপর? উন্মাদ উদযাপন, বাধভাঙা উল্লাসে বার্সেলোনা সমর্থকদের ভেসে যাওয়া। পাশে ওই তরুণের মতো অনেকের কান্নার জলে চোখ ভেজানো। যে কান্নার প্রতিটি ফোটায় তৃপ্তির ঝিলিক, প্রাপ্তির আনন্দ, আর বিস্ময় ভরা নয়নে একটাই প্রশ্ন-এভাবেও ফিরে আসা যায়?

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়