X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৯ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৭, ১৪:০৬আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৪:৪৫

জয় উৎসব করল বাংলাদেশের হকি খেলোয়াড়রা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিকেটাররা হারলেও বাংলাদেশের হকি দল উড়ন্ত জয় পেয়েছে হকি ওয়ার্ল্ড লিগের রাউন্ড-২ এ। লঙ্কানদের ৯-০ গোলে উড়িয়ে দিয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের টিকিট পেয়েছে জিমিরা। আজ শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এ জয়ে কাল রবিবার সকাল সাড়ে ১১টায় ঘানার বিপক্ষে খেলবে লাল সবুজরা।  

শ্রীল্ঙ্কার বিপক্ষে শুরু থেকেই আক্রমণে ছিল অলিভারের শিষ্যরা। পুরো ম্যাচই খেলেছে আক্রমণাত্বক ধারায়। বিশেষ করে সারোয়ারের বিচরণ ছিল সারা মাঠজুড়ে। মঈনুল ইসলাম কৌশিকও চমৎকার খেলেছেন। জিমি মাঝে মাঝে প্রচণ্ড গতিতে প্রতিপক্ষের বিপদ সীমানায় ঢুকে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়ে শ্রীলঙ্কা। 

খেলার ৫০ সেকেন্ডে প্রথম পেনাল্টি কর্নারেই গোলের মুখ দেখে বাংলাদেশ। জিমির পুশ, সারোয়ারের স্টপের পর চয়নের ড্র্যাগ শ্রীলঙ্কান গোলরক্ষক তুসিত রত্নাসিরিকে কোনও সুযোগ না দিয়ে ঠাঁই নেয় জালে। 

ফরোয়ার্ড মিলন ১১ মিনিটে বাংলাদেশকে দেন দুই গোলের অগ্রগামিতা। জিমির চমৎকার স্টিওয়ার্কে পরাস্ত হয় শ্রীলঙ্কান ডিফেন্স। তার কোনাকুনি হিটে ফ্লিক করে দ্বিতীয় গোলটি করেন মিলন। 

শ্রীলঙ্কার গোলমুখ এভাবেই তটস্থ করে রেখেছিল বাংলাদেশ পরের মিনিটে বাংলাদেশ দুর্গে ঢুঁ মারে শ্রীলঙ্কা। ফরোয়ার্ড রাজিত কুলাতুঙ্গা একাই বল নিয়ে ঢুকে পড়েন ডি-বক্সে। তার পুশ গোলরক্ষক জাহিদ ফিরিয়ে দিলেও রিবাউন্ডটিতে আবার হিট নেন কুলাতুঙ্গা। চয়ন সেটিকে করেন বিপদ মুক্ত। 

২৪ মিনিটে চয়ন পেনাল্টি কর্নারে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করলে ম্যাচে বাংলাদেশের আধিপত্যটা প্রতিষ্ঠিত হয়ে যায়। জিমি-রানার পুশ স্টপের পর চয়ন এবার ড্র্যাগ করেননি, নিচু হিটে করেন গোলটি। 

শেষ কোয়ার্টারটি একেবারেই নিজের করে নেয় বাংলাদেশ। এ সময়ে ৫টি গোল করে লাল সবুজরা। ৪৬ মিনিটে জিমি কৌশিককে বল ঠেলে দিলে কোনও ভুলই করেননি তিনি।এরপর ৪৯ মিনিটে আরশাদ ষষ্ঠ গোল করেন। ৫৬ মিনিটে পঞ্চম পিসি থেকে শুয়ে পড়ে কানেক্ট করে জিমির স্টিক থেকে আসে সপ্তম গোল। দুই মিনিট পরই আরশাদ করেন ৮-০। পরের নিটে মিলন নিজের তৃতীয় ও দলের শেষ গোলটি করেন।

শ্রীলঙ্কা যে সুযোগ পায়নি সেটা নয়। তবে বারবারই বাধাগ্রস্থ হয়েছে চয়ন, পিন্টু, খোরশেদ ও আশরাফুলের কারণে। কিপার জাহিদ ১৪ ও ২৪ মিনিটে দুটি গোল সেভ করেন।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!