X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঘানাকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৭, ১৩:৩৫আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৩:৪০

ঘানাকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করল বাংলাদেশ হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২-এ পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। স্থান নির্ধারণী খেলায় নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র হওয়ার পর শ্যুট আউটে ঘানাকে ৪-৩ গোলে হারিয়ে ম্যাচ জিতে যায় জিমি-চয়নরা। শ্যুট আউটে গোল করেন কৃষ্ণ কুমার, কৌশিক ও জিমি। সাডেন ডেথেও আবার গোল করেন কৃষ্ণ কুমার। কিন্তু চয়ন আর রোমান সেখানে গোল করতে ব্যর্থ হন।

রবিবার জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী এই ম্যাচে ঘানার পাওয়ার প্লের তাল সামলাতে পারেনি বাংলাদেশ। খেলার নির্ধারিত সময় ৩-২ গোলে পিছিয়ে ছিল। নিয়ম অনুযায়ী পেনাল্টি কর্নার শেষ করলেই বাজবে শেষ বাঁশি। আর ঠিক এমন মুহূর্তেই রাসেল মাহমুদ জিমি ৩-৩ গোলে সমতা এনে বাংলাদেশকে নিয়ে যান শ্যুট আউটে।

এদিন খেলার প্রথম পাঁচ মিনিট কাটে আক্রমণ-পাল্টা আক্রমণে। বাংলাদেশের আক্রমণে সারোয়ার ও অধিনায়ক জিমি দুই প্রান্তে নেতৃত্ব দেন। ছয় মিনিটে জিমির হিটে কৌশিক ফ্লিক করতে ব্যর্থ হন। আর আট মিনিটেই ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার অর্জন করে ঘানা। কিন্তু তাদের পিসি স্পেশালিস্ট জনি বতসিয়ো বল মারেন পোস্টের বাইরে। ১৪ মিনিটে মাঝমাঠ থেকে চয়নের নেওয়া জোরালো হিটে ফ্লিক করতে ঝাঁপিয়ে পড়েছিলেন সারোয়ার। কিন্তু স্টিকে বলের সংযোগটা হয়নি।

এরপর ১৬ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার পায় ঘানা। জনি বতসিয়ো এবার আর ব্যর্থ হননি। কোনাকুনি হিটে বল আছড়ে ফেলেন বোর্ডে। এরমাধ্যমে টুর্নামেন্টে নিজের ১৪তম গোল করে দলকে দেন এগিয়ে যাওয়ার উদ্যোম।

তবে তা আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। নিজেদের প্রথম পেনাল্টি কর্নারে লক্ষ্য ভেদ করেন চয়ন। জিমির পুশ, রানার স্টপে ড্র্যাগ করেন চয়ন। গোলরক্ষক ইউজিন আচিমপঙ কোনও সুযোগই পাননি। ২১ মিনিটে একই কম্বিনেশনে চয়ন করেন দ্বিতীয় গোল। এবার অবশ্য ড্র্যাগ করেননি। তার নেওয়া নীচু হিটে বল আঘাত হানে বোর্ডে।

২৬ মিনিটে আবারও পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ, তবে এবার চয়নের ড্র্যাগের গতিপথ আগেই আঁচ করতে পেরেছিলেন ইউজিন। গ্লাভস দিয়ে বল পাঠিয়ে দেন তিনি।

২৯ মিনিটে লিউক দামালির পেনাল্টি কর্নারে জাহিদ পরাস্ত হলেও গোললাইন থেকে বল ফিরিয়ে দিয়ে দলকে রক্ষা করেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জিমি চয়নরা।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ-ঘানা উভয়েই শক্তি সঞ্চয় করে খেলার দিকে মনোযোগী হয়। কিন্তু ৪৩ মিনিটে ম্যাকিউ দামালির হাফ লাইন থেকে করা প্রচণ্ড হিটে ফ্লিক করে সমতা আনেন আকাবা এলিকেম। এই গোলেই ২-২ সমতায় শেষ হয় তৃতীয় কোয়ার্টার।

এরপর ৪৯ মিনিটে গোলরক্ষক জাহিদ বাঁচান দলকে। পরপর দুইবার মাইকেল বেইডেনের হিট ফিরিয়ে দিয়ে ম্যাচে পিছিয়ে পড়া থেকে রক্ষা করেন তিনি। যদিও শেষ কোয়ার্টারে জয়ের নেশায় প্রচণ্ড চাপ সৃষ্টি করে ঘানা। বাংলাদেশ হয়ে পড়ে কোনঠাসা।  ৫২ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় তারা। ম্যাথিউ দামালি স্পট থেকে গোল করতে আর ভুল করেননি। তবে ম্যাচে ফিরতে আট মিনিট সময় পায় বাংলাদেশ।

শেষ মিনিটে পেনাল্টি কর্নারে চয়নের হিট ঘানা গোলরক্ষক ফিরিয়ে দিলেও সারোয়ার তাতে নেন প্রচণ্ড হিট।  সেটি আবার গোলরক্ষক ফেরালেও জিমি বল পুশ করে পাঠিয়ে দেন পোস্টের ভেতরে। এই গোলে শ্যুট আউটে যায় ম্যাচ।  যেখানে প্রথম পাঁচটির মাঝে ৩-৩ ছিল স্কোরলাইন। তাই সাডেন ডেথে যায় শ্যুটআউট। যেখানে শেষ পর্যন্ত বাংলাদেশই হাসে জয়ের হাসি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়